×
ব্রেকিং নিউজ :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট উদ্বোধন রোকেয়া পদকজয়ীদের প্রধান উপদেষ্টার সংবর্ধনা বছরের প্রথম দিনই শিক্ষার্থীরা নতুন বই পাবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক : মেডিকেল বোর্ড জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার যে কোন প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল মিথ্যা মামলা ও ষড়যন্ত্রের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন সন্তানদের রক্তের ওপর দাঁড়িয়ে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন পরিচালনার অঙ্গীকার: সিইসি দেশ কাঙ্ক্ষিত গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছে : মির্জা ফখরুল উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
  • প্রকাশিত : ২০২০-১২-১৫
  • ১০১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন নিশ্চিত হলেন। ইলেক্টোরাল কলেজ সোমবার দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের জয়কে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।
এর মধ্য দিয়ে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের ফলাফল উল্টে দেয়ার সকল প্রচেষ্টার সম্ভাবনা শেষ হয়ে গেল।
একইসঙ্গে আগামী ২০ জানুয়ারি জো বাইডেনের শপথ নেয়ার পথ উন্মুক্ত হল।
সোমবার নিজ শহর উইলমিংটন থেকে বাইডেন আমেরিকানদের নতুন করে পথ চলার আহ্বান জানিয়ে বলেছেন, এখন সময় ঐক্যবদ্ধ হয়ে, পুরনো ক্ষতকে ভুলে নতুন করে শুরু করার।
তিনি আরো বলেছেন, আমি হবো সকল আমেরিকানের প্রেসিডেন্ট।
গত ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনের পর ট্রাম্প তথ্য প্রমাণ ছাড়াই নির্বাচনে জালিয়াতির অভিযোগ করে আসছেন। এ সংক্রান্ত অনেক মামলাও তিনি দায়ের করেন। কিন্তু তার সব মামলাই খারিজ হয়ে যায়। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টও তার মামলা খারিজ করে দেয়।
এছাড়া হাওয়া বদলের সর্বশেষ চিহ্ন দেখিয়েছে ট্রাম্পের কট্টর সমর্থনকারী ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদকীয় বোর্ড। বোর্ড বলছে, ট্রাম্পের সময় শেষ। ট্রাম্পের করা আইনী চ্যালেঞ্জ গুলো নিজস্ব নিয়মে চলবে। তিনি এবং তার দল ফলাফল স্বীকার করে এবং সামনের দিকে এগিয়ে চলে দেশকে সহায়তা করতে পারে।
এদিকে বাইডেনের শপথের আগে আরো একটি আনুষ্ঠানিকতা বাকী রয়ে গেছে। আগামী ৬ জানুয়ারি ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সভাপতিত্বে কংগ্রেসের অধিবেশনে ইলেক্টোরাল ভোট গণনা হবে।
উল্লেখ্য, ৩ নভেম্বরের নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন ৫১.৩ শতাংশ অর্থাৎ আট কোটি ১৩ লাখ ভোট পেয়ে রেকর্ড গড়েছেন। অপরদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৪৬.৮ শতাংশ বা সাত কোটি ৪২ লাখ ভোট।
এছাড়া বাইডেন প্রয়োজনীয় ২৭০টির বেশি ইলেক্টোরাল ভোট নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat