×
ব্রেকিং নিউজ :
ইরানে টানা ১৩২ ঘণ্টার বেশি সময় ধরে দেশজুড়ে ইন্টারনেট বন্ধ ফেব্রুয়ারিতে আগাম নির্বাচনের ডাক দিতে প্রস্তুত জাপানের প্রধানমন্ত্রী: গণমাধ্যম নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই হবে: মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা সোমালিদের বিশেষ সুরক্ষা মর্যাদা বাতিল করল যুক্তরাষ্ট্র, কঠোর অভিযান জোরদার মানসম্মত কার্যক্রমের মাধ্যমে ঐতিহ্য ধরে রাখতে বিজিবি’র নবীন সৈনিকদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বান থাইল্যান্ডে ট্রেনের ওপর ক্রেন পড়ায় ২২ জনের প্রাণহানি, আহত ৩০ পার্বত্য চট্টগ্রামবাসীদের জীবনমান উন্নয়নে বৈশ্বিক অংশীদারিত্ব জরুরি : সুপ্রদীপ চাকমা মার্কিন নাগরিককে মুক্তি দিচ্ছে ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার ভূমির অপ্রতুলতা আমাদের প্রথম চ্যালেঞ্জ : ভূমি উপদেষ্টা উস্কানিতে কান না দেয়ার জন্য ভোটারদের প্রতি মির্জা আব্বাসের আহ্বান
  • প্রকাশিত : ২০২৩-০৩-১০
  • ৬৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার দাউদকান্দি উপজেলাধীন মালিগাঁওয়ে ৫০ শয্যা সরকারী হাসপাতালের উদ্যোগে দেড় হাজার দরিদ্র মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।
সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার নিজ বাড়ীর পাশে মালিগাঁওয়ে ৫০ শয্যা সরকারী হাসপাতালের সামনে খোলা জায়গায় আজ সকাল থেকে বিকেল পর্যন্ত রোগীদের দন্ত রোগের চিকিৎসা প্রদান করা হয়।
বিনামূল্যে উন্নত দন্ত চিকিৎসা পেয়ে প্রত্যন্ত গ্রামের মানুষ অত্যন্ত খুশি। প্রায় ১৫ কিলোমিটার দূর থেকে দাঁতের চিকিৎসা নিতে এসেছেন উপজেলার কলাকোপা গ্রামের জালাল হোসেন। ফ্রি ডাক্তার দেখানোর পাশাপাশি বিনামূল্যে ঔষধ পেয়েছেন বলে তিনি জানান।
বায়নগর গ্রামের মোমতাজ বেগম (৫০) দীর্ঘদিন ধরে দাঁতের ব্যাথায় ভুগছিলেন। বাড়ীর কাছের ফ্রি ডাক্তার আর ঔষধের কথা শুনে দেরী করেননি। সকাল সকালই চলে এসেছেন ডাক্তার দেখাতে। তিনি তার দাঁতের জন্য সঠিক চিকিৎসা পেয়ে খুশি।
মালিগাঁও ৫০ শয্যা সরকারী হাসপাতালের চিকিৎসক ফারজানা আক্তার বলেন, মালিগাঁওয়ে বেশ কয়েকটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প করা হয়েছে। যাদের ঢাকার বড় হাসপাতালে গিয়ে চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই এমন লোকেদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এ কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মালিগাঁও গ্রামের বাসিন্দা জাহেদ আহমদ বলেন, অনেক দিন ধরে আমি অসুস্থ। টাকার অভাবে শহরে গিয়ে ডাক্তার দেখাতে পারিনি। আজকে বাড়ির পাশে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধও পেয়েছি।
এ সময় চিকিৎসা সেবা প্রদানকারী বিশেষজ্ঞ ডাক্তারদের মধ্যে উপস্থিত ছিলেন, ওর‌্যাল সেন্টার স্যোসাইটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল অধ্যাপক ডা. মহীউদ্দিন চৌধুরী, ইবনে সিনা মেডিকেল কলেজ এন্ড হসপিটালের চিকিসক ডা. ফাতিমা ফারহানা সাথী, বাংলাদেশ ওরাল ক্যান্সার সোসাইটির ডা. ফাহমিদা ফেরদৌসীসহ অত্যন্ত ১৫ জন দন্ত বিশেষজ্ঞ চিকিৎসক। তারা বিকেল ৪টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করেন। এসময় চিকিৎসা সেবা গ্রহণকারী দরিদ্র মানুষদের মাঝে বিনামূল্যে দাঁত তোলা, দাঁত ভর্তি করা, মুখের রোগসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা প্রদান করা হয়। বিভিন্ন রোগের ওষুধ বিতরণের পাশাপাশি বিনামূল্য টুথব্রাশ, টুথপেস্ট বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat