×
ব্রেকিং নিউজ :
সহজ শর্তে ঋণ প্রাপ্তি, সক্ষমতা বৃদ্ধিতে সরকারের সহযোগিতা চান নারী উদ্যোক্তারা গণভোট ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নির্ধারণ করবে: আলী রীয়াজ মোবাইল অ্যাপে র‌্যাপিড পাস রিচার্জ সুবিধা চালু শুধু ডিগ্রি প্রদান নয়, সমাজকে ভাবতে শেখানোও বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব: শিক্ষা উপদেষ্টা তারেক রহমানের সিলেট সফর উপলক্ষে জেলা বিএনপির ব্যাপক প্রস্তুতি ভারতে টি-২০ বিশ্বকাপ খেলার পরিস্থিতি নেই : ক্রীড়া উপদেষ্টা আর কখনো যাতে ভোট ডাকাতি না হয়, সে ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা ইরান যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত: পররাষ্ট্রমন্ত্রী ইরানে বিদেশি ‘হস্তক্ষেপের’ বিরোধিতা চীনের আসন্ন নির্বাচনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করুন : আনসার সদস্যদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-০৪-২৩
  • ১৩১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক:-  আফগানিস্তানের কাবুল এবং বাগলানের পুল-ই-খুমরী শহরে ভোটার নিবন্ধন কেন্দ্রে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৩ জনে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি, আল জাজিরা। নিহতদের মধ্যে কাবুলের একটি ভোটকেন্দ্রে আত্মঘাতী হামলায় ৫৭ জন রয়েছেন। এছাড়া পুল-ই-খুমরী শহরে আরেকটি ভোটকেন্দ্রে গাড়ি বোমা হামলায় ছয়জন মারা গেছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে ২১ জন নারী এবং পাঁচজন শিশু রয়েছে। হামলায় আহত হয়েছেন আরও ১১২ জন। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করেছে। বিবিসির খবরে বলা হয়, রবিবার কাবুলের পশ্চিমাংশের দাশত-ই বার্চি এলাকায় একটি ভোট কেন্দ্রের বাইরে ভোটাররা যখন পরিচয়পত্রের জন্য অপেক্ষা করছিলেন, তখনই একটি বিস্ফোরণ ঘটানো হয়। এতে ৫৭ জন প্রাণ হারায়। ইসলামিক স্টেটের (আইএস) মুখপাত্র আমাক জানায়, ভোটার নিবন্ধন কেন্দ্রকে লক্ষ্য করে বিস্ফোরক বেল্ট পরে একজন আইএস সদস্য এই হামলা চালিয়েছে। কাবুলের ওই এলাকায় সংখ্যালঘু শিয়া হাজারা সম্প্রদায়ের বসবাস। এর আগেও আইএস বেশ কয়েকবার এই এলাকায় প্রাণঘাতী বোমা হামলা চালিয়েছিল। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানেশ জানান, ওই ভোটার নিবন্ধন কেন্দ্রে পরিচয়পত্র বিতরণের সময় হেটে আসা এক ব্যক্তি তার সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণে ঘটনাস্থলের আশপাশে রাখা গাড়ি ধ্বংস হয় এবং বিভিন্ন বাড়ির জানালা ভেঙে পড়ে। অন্যদিকে বাগলানের পুল-ই-খুমরী শহরে আরেকটি ভোটার নিবন্ধন কেন্দ্রে বোমা হামলায় প্রাণ হারান ছয়জন। আগামী অক্টোবরের স্থানীয় ও সংসদীয় নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা হালনাগাদের কাজ গত সপ্তাহে শুরু করেছে আফগানিস্তান সরকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat