চিলির রাজধানীতে তাদের স্কুলের ভিতরে মোলোটোভ ককটেল বিস্ফোরণে অন্তত ৩০ জন শিক্ষার্থী বুধবার আহত হয়েছে। যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে সান্তিয়াগো থেকে এএফপি এ খবর জানায়, স্বাস্থ্যমন্ত্রী জিমেনা আগুইলেরা এক সংবাদ সম্মেলনে জানান, সান্তিয়াগোর ব্যারোস আরানা ন্যাশনাল বোর্ডিং স্কুলের পাঁচ শিক্ষার্থী মৃত্যু ঝুঁকিতে রয়েছে।
পুলিশ কর্নেল ফার্নান্দো অ্যালবোর্নোজ বলেন, বিষ্ফোরণের কারণ জানা যায়নি। বিস্ফোরণের ফলে বাথরুমের ভিতরে থাকা বিপুল সংখ্যক ছাত্র বিভিন্নভাবে দগ্ধ হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানায়, একটি সমাবর্তন উদযাপনের প্রস্তুতির সময় বিস্ফোরণটি ঘটে।
স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা বলেন, এই পরিস্থিতি দুঃখজনক। মোলোটিভ ককটেল এক ধরনের অস্ত্র উল্লেখ করে তিনি বলেন, এগুলো বিক্ষোভের জন্য গ্রহণযোগ্য হাতিয়ার নয়।
সরকারি শিক্ষার জন্য আরো সংস্থান দাবি করে সাম্প্রতিক বছরগুলোয়, স্কুলের ছাত্ররা প্রায়ই বিক্ষোভ ও পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পরে।