×
ব্রেকিং নিউজ :
ইরান যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত: পররাষ্ট্রমন্ত্রী ইরানে বিদেশি ‘হস্তক্ষেপের’ বিরোধিতা চীনের আসন্ন নির্বাচনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করুন : আনসার সদস্যদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা মিয়ানমারে জান্তা পরিচালিত নির্বাচনে সু চির আসনে সেনা-সমর্থিত দলের জয়লাভ গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি অস্ট্রেলিয়ার শিল্প-সংস্কৃতি উৎসবে লেখক বাদ, বিতর্কের ঝড় ইরান আলোচনায় আগ্রহী বলে ট্রাম্পের দাবি পাকিস্তানের বিপক্ষে টি২০ সিরিজ সমতায় শেষ করল শ্রীলংকা মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ পেলেন হিরো আলম বিশ্ব আশেকের মঞ্জিল দরবার শরীফের তিনদিন ব্যাপী মহা পবিত্র ওরস সম্পন্ন
  • প্রকাশিত : ২০২৫-০৫-০৪
  • ৩৪৫৪৪৫৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রদ্রোহের অভিযোগে গত মাসে গ্রেফতারের পর থেকে বিচারাধীন তানজানিয়ার বিরোধীদলীয় নেতা টুন্ডু লিসু অনশন করবেন। শনিবার তার আইনজীবী এ তথ্য জানান।

দারুস সালাম থেকে এএফপি জানায়, পূর্ব আফ্রিকার দেশটিতে অক্টোবরে নির্বাচন হতে চলেছে। বিরোধী চাদেমা দলের প্রধান লিসুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ প্রমাণিত হলে তিনি মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন।

রোববার বা সোমবার থেকে তিনি অনশন শুরু করবেন উল্লেখ করে আইনজীবী পিটার কিবাতালা সাংবাদিকদের বলেন, ‘ন্যায়বিচার না হওয়া পর্যন্ত লিসু অনশনে থাকবেন।’

কিবাতালা বলেন, ‘তার সাথে যাই ঘটবে তিনি তার জন্য তিনি প্রস্তুত রয়েছেন।’

আইনজীবী আরো জানান, ৫৭ বছর বয়সী লিসু কারাগারে তার আইনজীবী ও পরিবারের সঙ্গে যোগাযোগ করতে না পারা ও আদালতের শুনানিতে মানুষের উপস্থিত থাকার ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদ করছেন।

২৪ এপ্রিল, লিসুর বিরুদ্ধে অভিযোগ গঠনের পর প্রথম শুনানিতে দারুস সালামের একটি আদালতের বাইরে জড়ো হওয়া চাদেমার সমর্থকদের পুলিশ মারধর করে।

লিসুকে কয়েক বছর ধরে একাধিকবার গ্রেফতার করা হয়েছে। ২০১৭ সালে একটি হত্যা প্রচেষ্টা থেকে তিনি অল্পের জন্য বেঁচে যান। তার চাদেমা পার্টি  প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসানের বিরুদ্ধে পূর্বসূরী জন মাগুফুলির দমনমূলক কৌশলে ফিরে যাওয়ার অভিযোগ করেছে।

তার দল চাদেমা প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসানের বিরুদ্ধে তার পূর্বসূরী জন মাগুফুলির দমনমূলক কৌশলে ফিরে যাওয়ার অভিযোগ করছে।

এই বছরের শুরুতে চাদেমা জানায়, তারা আরো স্বাধীন নির্বাচন কমিশন এবং দলটির প্রার্থীদের ব্যালট থেকে বাদ না দেওয়ার ব্যাপারে নিশ্চিত করাসহ স্পষ্ট নিয়মকানুন সংস্কার না করা হলে অক্টোবরের নির্বাচন বয়কট করবে।

একটি নির্বাচনী ‘আচরণবিধি’ স্বাক্ষর করতে অস্বীকার করায় দলটিকে ভোটে অংশ  নেয়ায় অযোগ্য ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat