×
ব্রেকিং নিউজ :
নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় পৌঁছেছেন গাজায় আইএসএফে যোগদানের বিষয়টি সতর্কতার সঙ্গে বিবেচনা করছে বাংলাদেশ : শফিকুল আলম সহজ শর্তে ঋণ প্রাপ্তি, সক্ষমতা বৃদ্ধিতে সরকারের সহযোগিতা চান নারী উদ্যোক্তারা গণভোট ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নির্ধারণ করবে: আলী রীয়াজ মোবাইল অ্যাপে র‌্যাপিড পাস রিচার্জ সুবিধা চালু শুধু ডিগ্রি প্রদান নয়, সমাজকে ভাবতে শেখানোও বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব: শিক্ষা উপদেষ্টা তারেক রহমানের সিলেট সফর উপলক্ষে জেলা বিএনপির ব্যাপক প্রস্তুতি ভারতে টি-২০ বিশ্বকাপ খেলার পরিস্থিতি নেই : ক্রীড়া উপদেষ্টা আর কখনো যাতে ভোট ডাকাতি না হয়, সে ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা ইরান যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত: পররাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৫-১৪
  • ৪৩৬৫৪৫৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বুধবার জার্মানির বার্লিনে জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের উচ্চ-স্তরের এক অধিবেশনে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবি : পররাষ্ট্র মন্ত্রণালয়
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ বুধবার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সম্পদের সীমাবদ্ধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তহবিলের এই ঘাটতি মোকাবিলায় জরুরিভিত্তিতে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণের আহ্বান জানিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জার্মানির বার্লিনে অনুষ্ঠিত জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের উচ্চ-স্তরের এক অধিবেশনে প্যানেলিস্ট হিসেবে বক্তব্য রাখার সময় তিনি এই আহ্বান জানিয়েছেন। 

এ সময় ভবিষ্যতের শান্তিরক্ষার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতির জন্য বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, অধিকতর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তৌহিদ হোসেন। 

উপদেষ্টা এই ম্যান্ডেটের প্রয়োজনে যে কোনো ধরনের পরিবর্তন আনতে আয়োজক সরকার, সেনা ও পুলিশ প্রেরণকারী দেশ, মাঠ পর্যায়ে শান্তিরক্ষী ও জাতিসংঘ সচিবালয়সহ সংশ্লিষ্ট সকলের অংশীদারিত্বের ওপর জোর দিয়েছেন।

মো. তৌহিদ হোসেন ২০২৫ সালের ১৩-১৪ মে বার্লিনে অনুষ্ঠিত জাতিসংঘ শান্তিরক্ষাকারী দেশগুলোর মন্ত্রী পর্যায়ের সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, পররাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ ও পুলিশের কর্মকর্তাগণও ছিলেন।

শান্তিরক্ষাকারী দেশগুলোর বৃহত্তম এই সম্মেলনে দুই দিনের এই বৈঠকে ১৬০টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।

অনুষ্ঠানের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা জার্মানি, আলজেরিয়া, কোস্টারিকা, গাম্বিয়া, গুয়াতেমালা, তিউনিসিয়া, প্যারাগুয়ে, সিয়েরা লিওন, জাপান ও মালাউই’র পররাষ্ট্র মন্ত্রীদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat