×
ব্রেকিং নিউজ :
ইরানে টানা ১৩২ ঘণ্টার বেশি সময় ধরে দেশজুড়ে ইন্টারনেট বন্ধ ফেব্রুয়ারিতে আগাম নির্বাচনের ডাক দিতে প্রস্তুত জাপানের প্রধানমন্ত্রী: গণমাধ্যম নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই হবে: মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা সোমালিদের বিশেষ সুরক্ষা মর্যাদা বাতিল করল যুক্তরাষ্ট্র, কঠোর অভিযান জোরদার মানসম্মত কার্যক্রমের মাধ্যমে ঐতিহ্য ধরে রাখতে বিজিবি’র নবীন সৈনিকদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বান থাইল্যান্ডে ট্রেনের ওপর ক্রেন পড়ায় ২২ জনের প্রাণহানি, আহত ৩০ পার্বত্য চট্টগ্রামবাসীদের জীবনমান উন্নয়নে বৈশ্বিক অংশীদারিত্ব জরুরি : সুপ্রদীপ চাকমা মার্কিন নাগরিককে মুক্তি দিচ্ছে ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার ভূমির অপ্রতুলতা আমাদের প্রথম চ্যালেঞ্জ : ভূমি উপদেষ্টা উস্কানিতে কান না দেয়ার জন্য ভোটারদের প্রতি মির্জা আব্বাসের আহ্বান
  • প্রকাশিত : ২০২৬-০১-১৪
  • ৩২৪৩২৩৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
থাইল্যান্ডে আজ বুধবার একটি নির্মাণাধীন উচ্চগতির রেল লাইনের ক্রেন একটি যাত্রীবাহী ট্রেনের ওপর পড়ে যায়। ফলে ট্রেনটি রেলপথ থেকে বিচ্ছিন্ন হয়ে অন্তত ২২ জনের মৃত্যু ও আরও ৩০ জনের বেশি আহত হয়েছে বলে জানা গেছে। 

স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

নাখন রাতচাসিমা প্রদেশের স্থানীয় পুলিশ প্রধান থ্যাচাপন চিননাওং এএফপিকে জানিয়েছেন, ‘ট্রেনের ওপর ক্রেন পড়ায় ২২ জন মারা গেছেন  এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছেন।’

বুধবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে রাজধানী ব্যাংককের উত্তর-পূর্বে নাখোন রাতচাসিমায় উচ্চ-গতির রেল  লাইন তৈরিতে ব্যবহৃত একটি ক্রেন একটি যাত্রীবাহী ট্রেনের ওপর পড়ে গেলে এই ঘটনা ঘটে।

নাখোন রাতচাসিমা প্রদেশের জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ‘একটি ক্রেন একটি ট্রেনের ওপর ভেঙে পড়ার ফলে ট্রেনটি লাইনচ্যুত হয় এবং এতে আগুন ধরে যায়।’

স্থানীয় গণমাধ্যমে সম্প্রচারিত এক ভিডিও ফুটেজে দেখা গেছে উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে ছুটে যাচ্ছেন।

এ সময় সেই ফুটেজে উজ্জ্বল রঙের একটি ট্রেনকে পাশের দিকে উল্টে পড়ে থাকতে ও ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।

নাখোন রাতচাসিমা প্রদেশ বিভাগ জানিয়েছে, দুর্ঘটনার সময় ট্রেনটি ব্যাংকক থেকে উবোন রাতচাথানি প্রদেশে যাচ্ছিল।

পরিবহনমন্ত্রী ফিফাত রাতচাকিটপ্রাকর্ণ বলেছেন, ট্রেনটিতে ১৯৫ জন যাত্রী ছিলেন এবং কর্তৃপক্ষ মৃতদের শনাক্ত করার জন্য দ্রুত কাজ করছে।

বেইজিং-এর সহায়তায় থাইল্যান্ডে ৫ দশমিক ৪ বিলিয়ন ডলারের একটি উচ্চ-গতি সম্পন্ন রেল নেটওয়ার্ক নির্মাণ প্রকল্পের নির্মাণে এই ক্রেনটি ব্যবহার করা হচ্ছিল। 

এই প্রকল্পের লক্ষ্য হলো— ২০২৮ সালের মধ্যে চীনের বিশাল ‘বেল্ট অ্যান্ড রোড’ অবকাঠামো উদ্যোগের অংশ হিসেবে লাওসের মাধ্যমে ব্যাংকককে চীনের কুনমিংয়ের সঙ্গে সংযুক্ত করা।

থাইল্যান্ডে শিল্প ও নির্মাণ খাতে নিরাপত্তা নিয়মাবলীর দুর্বল প্রয়োগের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে, যা প্রাণঘাতী পরিস্থিতি তৈরি করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat