Logo
×
ব্রেকিং নিউজ :
বাংলাদেশ এগিয়ে যাচ্ছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী বাণিজ্য মেলা আপাতত স্থগিত সিলেট বিভাগে ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ ১৫, আক্রান্ত ১৬ জন চসিক নির্বাচনে ২০ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ সরকারের সময়োচিত পদক্ষেপের ফলে কোভিডকালে বিশ্বমন্দা এড়াতে পেরেছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করলে কঠোর ব্যবস্থা : ওবায়দুল কাদের বিএনপি সবকিছুতেই লুটপাট দেখে : তথ্যমন্ত্রী আগামীকাল ভারত থেকে ৩৫ লাখ ডোজ টিকা আসছে : পররাষ্ট্রমন্ত্রী ভ্যাকসিন গ্রহণকারী সবাইকে টেলি মেডিসিন সেবা দেয়া হবে : স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ১,০০০ মণের বেশি পাট এক মাসের বেশি সময় মজুত করা যাবে না : পাটমন্ত্রী
  • আপডেট টাইম : 27/11/2020 09:41 PM
  • 63 বার পঠিত

করোনাভাইরাস সঙ্কটের সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনায় দেখা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্র ভয়াবহ সময় অতিবাহিত করছে। করোনায় ২৪ ঘন্টায় সেখানে ২ হাজার ৪০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। একদিনে সেখানে করোনার কারণে এটি হচ্ছে গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু।
রাশিয়ায় এক সপ্তাহের কম সময়ে দ্বিতীয়বারের মতো একদিনে ২৫,৪৮৭ জন নতুন সংক্রমিত ও ৫২৪ জন মারা গেছে।
এদিকে দক্ষিণ কোরিয়ায় মার্চের পর থেকে একদিনে সংক্রমণ সর্বোচ্চ হওয়ায় সেখানে তৃতীয় দফা সংক্রমনের ভীতি সঞ্চারিত হয়েছে।
এএফপি’র কাছে বৃহস্পতিবার পর্যন্ত প্রাপ্ত সরকারি সূত্রের হিসাব অনুযায়ী, কোভিড-১৯-এ গত ২৪ ঘন্টায় ১৪ লাখ মানুষ মারা গেছে। অন্যদিকে, ৬ কোটি ৪ লাখের বেশি মানুষ সংক্রমিত হয়েছে।
রিপোর্টে বলা হয়, এর আগের ২৪ ঘন্টায় বিশ্বব্যাপী মোট ১২,৩৫০ জনের বেশি লোকের মৃত্যু এবং ৬৩৫,১৩৮ জন নতুন সংক্রমিত হয়েছে।
রিপোর্ট অনুযায়ী কোভিড-১৯ এ মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ দেশ যেখানে ২৬২,২৮৩ জনের মৃত্যু হয়েছে। তারপরেই রয়েছে ব্রাজিল। সেখানে ১৭০,৭৬৯ জনের, ভারতে ১৩৫,২২৩ জনের, মেক্সিকোতে ১০৩,৫৯৭ জনের এবং যুক্তরাজ্যে মোট ৫৯, ৫৩৩ জনের মৃত্যু হয়েছে।
এদিকে ভ্যাকসিন প্রদানের সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠায় ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকা কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য আরও গবেষণার প্রয়োজনের কথা বলেছে।
এদিকে, সুদানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও শীর্ষ বিরোধী দলীয় নেতা সাদিক আল-মাহদী (৮৪) ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
সুইডিশ রাজ প্রাসাদ জানিয়েছে, ৪১ বছর বয়সী যুবরাজ কার্ল ফিলিপ এবং তার ৩৫ বছর বয়সী স্ত্রী প্রিন্সেস সোফিয়া করোনাভাইরাস পরীক্ষায় পজেটিভ ধরা পরায় তারা আইসোলেশনে রয়েছেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...