×
ব্রেকিং নিউজ :
নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির বিকল্প ব্যবস্থা হচ্ছে : বাণিজ্য প্রতিমন্ত্রী ড. ওয়াজেদ মিয়ার সমাধিতে রংপুরের বিভাগীয় কমিশনারের শ্রদ্ধা গোপালগঞ্জে গ্রাম পুলিশের 'বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স ' শুরু মারমাদের জল উৎসবের মধ্য দিয়ে সমাপ্ত হলো পাহাড়ের বৈসাবী উৎসব বরগুনায় সাংসদকে সংবর্ধনা ও মেয়র কাউন্সিলরদের অভিষেক বিদেশে কর্মী প্রেরণে রিক্রুটিং এজেন্সিকে মানবিক হওয়ার আহ্বান জানালেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী আলবার্টা পার্লামেন্টে বাংলা নববর্ষ উদযাপিত বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির কৃতি শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ : স্পিকার বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত রাউন্ডের খেলা ২০ এপ্রিল
  • প্রকাশিত : ২০২০-১২-০৯
  • ৮১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ফুটবল মাঠে বর্ণবাদের ঘটনা নতুন কিছু নয়। প্রায়ই খেলোয়াড়দের বিভিন্নভাবে বর্ণবাদের শিকার হতে হয়েছে। তবে এবার বর্ণবাদ নিয়ে মাঠে যা ঘটে গেল তা অনেকটাই বিরলই বলা চলে। কোন দর্শক কিংবা প্রতিপক্ষ কোন খেলোয়াড় নয়, এবার বর্নবাদের অভিযোগ উঠেছে খোদ ম্যাচ কর্মকর্তার বিপক্ষে।
মঙ্গলবার পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপের শেষ ম্যাচে আতিথেয়তা দিয়েছিল তুরষ্কের ক্লাব ইস্তাম্বুল বেসিকসেহির। কিন্তু ম্যাচটির ১৪ মিনিটে স্বাগতিক ক্লাবের এক কর্মকর্তার বিপক্ষে ম্যাচ কর্মকর্তার বর্নবাদী আচরনের জেড়ে দুই দলই মাঠ ত্যাগ করলে ম্যাচটি বাতিল করতে বাধ্য হয় উয়েফা। একদিন পর ম্যাচটি আজ পার্ক ডি প্রিন্সেসে স্থানীয় সময় রাত ৯.০০টায় অনুষ্ঠিত হবার কথা রয়েছে। ১৪ মিনিট পর থেকেই ম্যাচটি শুরু হবে। এই সময় দুই দলই গোলশুন্য ড্র অবস্থায় মাঠে অবস্থান করছিল। ইউরোপীয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসরে এই ধরনের ঘটনায় কার্যত পুরো ফুটবল অঙ্গনই কলুষিত হয়েছে।
চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে আগেই বিদায় নিয়েছে বাসাকসেহির। এই ম্যাচটি তাদের জন্য কেবল নিয়মরক্ষার ম্যাচ ছিল। খেলার ১৪ মিনিটে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন বাসাকসেহিরের সহকারী কোচ পিয়েরে ওয়েবো। এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। টাচলাইনে দাঁড়িয়ে ম্যাচের চতুর্থ কর্মকর্তা সেবাস্টিয়ান কোলটেসকুর বিপক্ষে বর্ণবাদের অভিযোগ তোলেন ক্যামেরুনের সাবেক স্ট্রাইকার ওয়েবো। তার সঙ্গে যোগ দেন বাসাকসেহিরের অন্যান্য স্টাফ ও খেলোয়াড়রাও। বেশ কিছুক্ষন বিতর্কের পর ১০ মিনিট পর মাঠত্যাগ করে উভয় দলের খেলোয়াড়রা।
উয়েফা এক বিবৃতিতে ঘটনাটির সুষ্ঠ তদন্তের আশ^াস দিয়েছে। একইসাথে তারা আরো জানিয়েছে সম্পূর্ণ নতুন একটি ম্যাচ অফিসিয়াল দল দিয়ে ম্যাচটি পরিচালনা করা হবে। নতুন কওে বাকি সময় ম্যাচ পরিচালনা করার বিষয়টি একেবারেই ব্যতিক্রমী একটি ঘটনা।
রেফারির লাল কার্ড দেখার পর ফরাসি চ্যানেল আরএমসি স্পোর্টসের স¤প্রচারে দেখা যায়, ওয়েবো চতুর্থ ম্যাচ অফিসিয়ালের দিকে আঙুল তুলে ক্ষুব্ধ কন্ঠে বলছেন, ‘কেন তুমি আমাকে নিগ্রো বললে?’
বাসাকসেহিরের স্ট্রাইকার ডেম্বা বা বিটি স্পোর্টসের সঙ্গে আলাপে বলেন, ‘আপনি কখনই কাউকে বলতে পারেন না শ্বেতাঙ্গ মানুষ। আপনাকে শুধু বলতে হবে মানুষ। তাহলে কেন একজনকে কৃষ্ণাঙ্গ মানুষ বলবেন, আপনি কি কালো মানুষ বলতে পারেন?
পিএসজি ডিফেন্ডার প্রেসনেল কিম্বেবের বক্তব্য ক্যামেরায় ধরা পড়েছ, তিনি বলেছেন, ‘সত্যিই উনি (চতুর্থ অফিসিয়াল) এই কথা বলেছে? ঠিক আছে, আমরাও মাঠ ত্যাগ করব। আমরা এখনই মাঠ ত্যাগ করব।’
এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়্যেপ এরদোয়ান এক বার্তায় জানিয়েছেন, ‘উয়েফার যথাযথ পদক্ষেপ নেওয়া উচিৎ। আমরা সব সময় বর্ণবাদ ও নিপীড়নের বিরুদ্ধে।’
বর্ণবাদী এমন ঘটনার প্রতিবাদ জানিয়েছেন প্রতিপক্ষ পিএসজির তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেও। ম্যাচের পর এক টুইটে তিনি লিখেছেন, ‘বর্ণবাদকে না বলুন। ওয়েবো আমরা আপনার পাশে আছি।’
এই ম্যাচে জিততে পারলে পিএসজির সামনে সুযোগ থাকবে লিপজিগকে হঠিয়ে গ্রুপের শীর্ষ দল হিসেবে পরের রাউন্ডের যাবার। ইতোমধ্যেই লিপজিগের কাছে গতকাল ৩-০ গোলে পরাজিত হয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গ্রুপের শেষ দল হিসেবে ইতোমধ্যেই বিদায় ঘটেছে প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগের মত সর্বোচ্চ আসরে খেলতে আসা বাসাকসেহিরের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat