×
ব্রেকিং নিউজ :
শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহবান আইজিপির নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে ২৫ তম বিসিএস ফোরামের শ্রদ্ধা ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানের প্রতি পর্যটনমন্ত্রীর নির্দেশ জাতির পিতার সমাধিতে অগ্রণী ব্যাংকের দুই ডিএমডির শ্রদ্ধা সরকার হজযাত্রীদের সর্বোত্তম সেবা দিতে বদ্ধপরিকর : ধর্মমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা তৃণমুল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছেন : হুইপ ইকবালুর রহিম উপজেলা নির্বাচনের সময় আওয়ামী লীগের সম্মেলন ও কমিটি গঠন বন্ধ থাকবে : ওবায়দুল কাদের কাল থেকে নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট : তীব্র গরমে আইনজীবীদের গাউন পরতে হবে না তাপদাহের কার সব স্কুল-কলেজ ৭ দিন বন্ধ
  • প্রকাশিত : ২০২০-১২-০৯
  • ৬৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেসনের মেয়র ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, জাতির পিতার সূযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন, জঙ্গিবাদ নির্মূল হয়েছে সেভাবেই মৌলবাদের নিশ্চিন্থ করা হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে এক মানবন্ধনে হুঁশিয়ারি উচ্চারণ করে ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘তার দাঁতভাঙা জবাব দিতে আমরা প্রস্তুত।’
‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনে মৌলবাদীদের বাধাঁ প্রদান ও বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে’সুপ্রিমকোর্টের প্রধান ফটকের সামনে আজ এক মানববন্ধন আয়োজন করে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। এ কর্মসূচিতে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ আহ্বায়ক ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ও যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান সিনিয়র আইনজীবী আবদুল বাসেত মজুমদার।
মানববন্ধনে দেয়া বক্তৃতায় শেখ ফজলে নূর তাপস বলেন, ‘ভাস্কর্য ভেঙে তারা মনে করেছে তারা বিজয়ী হয়েছে। যখনি সংবিধান বিরোধী কার্যক্রম হয়েছে, গণতন্ত্রকে আক্রমণ করেছে, মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত এসেছে, তখনি আমরা আইনজীবী অঙ্গন তার দাঁতভাঙা জবাব দিয়েছি। এখনও আমরা প্রস্তুত তার দাঁতভাঙা জবাব দিতে। ’হেফাজতে ইসলামের আমীর জুনায়েদ বাবুনগরীর উদ্দেশে ব্যারিস্টার তাপস বলেন, ‘জনাব বাবুনগরী, আপনারা ভুলে গেছেন। মনে করেছেন একটি ভাস্কর্য ভাঙলে মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট হয়ে যাবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এ বাংলাদেশে এখন শান্তির নীড় প্রতিষ্ঠা করেছি। করোনা ভাইরাস মোকাবিলা করে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা শান্তিপ্রিয়। আমরা সুন্দরভাবে দেশ এগিয়ে চলার জাতি গঠনে নিয়োজিত আছি। কিন্তু তার মানে এই নয় যে, আপনারা প্রতিক্রিয়াশীল যদি মনে করেন মুক্তিযুদ্ধের চেতনায়, জাতির পিতার চেতনায় আঘাত হেনে, জাতির পিতার প্রতি কটূক্তি করে, আপনারা আবার দেশকে জঙ্গিবাদে নিয়ে যাবেন, বাংলা ভাই সৃষ্টি করবেন, যুদ্ধাপরাধীদের আসন নেবেন, সে সুযোগ আর আমরা বাংলার মাটিতে হতে দেবো না। ’ ২০১৩ সালে ৫ মে’র কথা উল্লেখ করে তিনি বলেন, ‘জনাব বাবুনগরী, আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই সেই ৫ মে’র কথা, ভুলে গেছেন? মনে করেছিলেন শাপলা চত্বর দখল করলে বাংলাদেশ দখল হয়ে যাবে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা যতদিন জীবিত আছি, এ বাংলাদেশ কেউ দখল করতে পারবে না। ’
ভাস্কর্যের বিরোধিতাকারীদের উদ্দেশে তাপস বলেন, ‘আপনারা নিবৃত্ত হবেন, শেখ হাসিনার নেতৃত্বে শান্তির নীড়ে থাকবেন। আর না হলে আপনারা একসময় যে স্লোগান দিয়েছিলেন, বাংলা হবে আফগান, আপনাদের সেই আফগানিস্তানে পাঠিয়ে দেওয়া হবে।’ তিনি বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে ষড়যন্ত্র নতুন নয়। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু মানে চেতনা, বঙ্গবন্ধু মানে একটি আদর্শ।
সুপ্রিমকোর্ট বার সভাপতি ও এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ‘যারা এ অন্যায় অপকর্মের সঙ্গে সম্পৃক্ত হবে, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনবো। তাদের প্রত্যেককে বিচারের সম্মুখীন করবো।’
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ নেতা, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য মোখলেসুর রহমান বাদল মানববন্ধনে সঞ্চালনা করেন ।
মানববন্ধনে অতিরিক্ত এটর্নি জেনারেল এস এম মুনীর,বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য মোখলেসুর রহমান বাদল, সুপ্রিমকোর্ট বার সাবেক সম্পাদক ড.বশির আহমেদ, ড. মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী, সুপ্রিমকোর্ট বার এর সাবেক কোষাধ্যক্ষ নাহিদ সুলতানা যুথী, আজহারুল্লা ভূইয়াসহ বিপুল সংখ্যক আইনজীবী অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat