×
  • প্রকাশিত : ২০২০-১২-২৪
  • ৭০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় নামে অস্তিত্বহীন বিশ্ববিদ্যালয়ের অবৈধ কর্মকান্ডের বিষয়ে সতর্কীকরণ গণবিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
আজ ইউজিসি’র বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগ এর পরিচালক ড.মো: ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,‘তথাকথিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় (বঙ্গবন্ধু সড়ক) ,সৈয়দপুর ,নীলফামারী-এর ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) নামে জনৈক ব্যক্তি ১১.১২.২০২০ তারিখে জাতীয় ‘দৈনিক করতোয়া’ ও সাপ্তাহিক ‘আলাপন’ পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি, ২০.১১.২০২০ তারিখে জাতীয় ‘দৈনিক করতোয়া’ ও সাপ্তাহিক ‘আলাপন’ পত্রিকায় অভিনন্দন বার্তা, সাইন বোর্ড ইত্যাদি প্রচার করা হয়েছে, যা সরকার ও কমিশনের দৃষ্টিগোচর হয়েছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় নামে কোনো শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন হতে কখনোই অনুমোদন দেওয়া হয়নি, এমনকি বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় স্থাপন ও অনুমোদনের নিমিত্ত কোনো প্রকল্প প্রস্তাবও শিক্ষা মন্ত্রণালয় ও কমিশনে পাওয়া যায়নি।’
গণবিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়,‘কাজেই, তথাকথিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের নামে বিভিন্ন সময়ে প্রচারকৃত নিয়োগ বিজ্ঞপ্তি,অভিনন্দন বার্তা,সাইনবোর্ড,সামাজিক যোগাযোগ মাধ্যম ইত্যাদি আমলে না নেয়া এবং সর্বোপরি সতর্ক থাকার জন্য সব বিভাগ/দপ্তর/ব্যাংক/সংস্থাকে অনুরোধ করা হলো।’
একইসাথে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, চাকুরীপ্রার্থী এবং সংশ্লিষ্ট সবাইকে প্রতারিত না হওয়ার জন্য পরামর্শ দেওয়া হলো।
উল্লেখ্য,বুধবার (২৩ ডিসেম্বর-২০২০) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,কথিত বিশ্ববিদ্যালয়টি শিক্ষামন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের স্বীকৃত নয়। পত্রিকায় দেওয়া এই বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞাপনের ভিত্তিতে কোন রকমের কর্মকান্ড না করার জন্য সবাইকে সতর্ক করা হয়েছে। অন্যদিকে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৈয়দপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়টি অস্তিত্ববিহীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat