×
ব্রেকিং নিউজ :
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী: হাছান মাহমুদ বিএনপি সাম্প্রদায়িক শক্তি, এদের রুখতে হবে : ওবায়দুল কাদের মৃত্যুঞ্জয়ী শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন : পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর এলাকায় বাসের ধাক্কায় এক প্রকৌশলী নিহত সুনামগঞ্জের দেখার হাওরে কৃষকদের নিয়ে ধান কাটলেন কৃষিমন্ত্রী চুয়াডাঙ্গায় তীব্র তাপ প্রবাহ, সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী দেশের মধ্যাঞ্চলে বিস্ফোরণের পর ‘বিদেশ থেকে হামলার খবর পাওয়া যায়নি’: ইরানের মিডিয়া মাত্র ২ বলে শেষ পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি
  • প্রকাশিত : ২০২১-০১-০৫
  • ৬৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভারতে যুক্তরাজ্যের নতুন ধরনের করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ জন, এদের ২০ জনের বেশী আজ শনাক্ত করা হয়েছে। ভারতের সার্স কোভ-২ জেনোমিকস কনসোর্টিয়াম (ইনসাকগ) ল্যাবে করোনা পজেটিভ নমুনার জেনোম সিকোয়েন্সিংয়ে এই নতুন স্ট্রেনে আক্রান্তদের শনাক্ত করা হয়।
ভারতের বিভিন্ন বিমান বন্দরে ইউকে থেকে আসা এই ২০ জনের নতুন স্ট্রেন শনাক্ত হয়েছে, গত বছর সেপ্টেম্বরে যুক্তরাজ্যে কোভিড ১৯ নতুন স্ট্রেন শনাক্ত হয়। এরমধ্যে বেঙ্গালুরুতে ১০টি, হায়দারাবাদে ৩ টি, পুণেতে ৫টি, দিল্লীতে ১১টি, এনসিডিসিতে (ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল) নয়াদিল্লীতে ১টি এবং কলকাতায় ১টি নমুনার টেস্ট হয়েছে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রনালয় এক বিবৃতিতে জানায়,“এই নতুন স্ট্রেন আক্রান্তদের নিজ নিজ রাজ্য সরকারের বিশেষ স্বাস্থ্যকেন্দ্রে এক রুমের কামরায় আইসোলেশনে রাখা হচ্ছে। তাদের সংশ্রবে আসা ঘনিষ্ঠদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।” গত ২৫ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ইউকে থেকে আসা প্রায় ৩৩ হাজার যাত্রী ভারতের বিমান বন্দর গুলোতে নেমেছে।
সম্প্রতি কেন্দ্রীয় সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে দেয়া নির্দেশনার পরে ইউকে থেকে আসা এই যাত্রীদের ওপর করোনার ব্যাপারে নজরদারি করা হচ্ছে।
ভারতে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩ লাখ ৫৬ হাজার ৮৪৪ জন, এদের মধ্যে একদিনে আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৩৭৫ জন, মোট মত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৮৫০ জন, এদের মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছে ২০১ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat