×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় কৃষক সমাবেশ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে টাইগারদের প্রতি রাষ্ট্রপতি’র অভিনন্দন গাজীপুরে গ্যাসের আগুনে দগ্ধ হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১০ মেহেরপুরে বিদেশ ফেরত অভিবাসীদের বিষয়ে সেমিনার পীরগঞ্জ প্রেসক্লাবে ড. এম এ ওয়াজেদ মিয়া পাঠাগারে স্পিকারের বই উপহার ই-জিপি বাস্তবায়ন সম্পর্কে জানতে তানজানিয়ার প্রতিনিধিদল ঢাকায় ২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর সাথে আয়ারল্যান্ডের এন্টারপ্রাইজ, বাণিজ্য ও কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সাধ্য কারো নেই : ওবায়দুল কাদের আত্মতুষ্টি নয়, আগামী পাঁচ বছর দেশ পাহারা দেবো : পররাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০১-২০
  • ৭১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ থেকে শুরু হওয়া তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ উইকেটে জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। ম্যাচ শেষে, দলগত পারফরমেন্সের প্রশংসা করলেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।
তামিম জানান, করোনার কারনে দীর্ঘ বিরতির পর আবারো মাঠে ফিরে, দলের পেসার ও স্পিনাররা নিজেদের সেরাটা প্রদর্শন করেছে। আর কঠিন উইকেটে ব্যাটসম্যানরাও দায়িত্ব নিয়ে খেলে দলের জয়কে নিশ্চিত করতে সহযোগিতা করেছে।
তিনি বলেন, ‘আমরা খুবই ভালো বল করেছি। মুস্তাফিজ দারুন শুরু করেন। রুবেলের শুরুটাও ভালো ছিলো। তরুন পেসার হাসান মাহমুদ দারুন বোলিং করেছে। স্পিনাররা ভালো করেছে। সাকিব-মেহেদি ভালো বল করেছে।’
অনভিজ্ঞ ওয়েস্ট ইন্ডিজকে ৩২ দশমিক ৫ ওভারে ১২২ অলআউট করে দিয়ে বাংলাদেশের জয়কে সহজ করে ফেলেন বোলাররা।
কিন্তু স্কোরবোর্ড দেখাচ্ছে, জয়টি সহজে আসেনি। এক পর্যায়ে ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদের বিপক্ষে রান করতে লড়াই করতে হয়েছিলো বাংলাদেশের ব্যাটসম্যানদেরও। যারা অনেক বেশি অভিজ্ঞ না হয়েও শীর্ষ পর্যায়ে ছিলো। ওয়েস্ট ইন্ডিজের তরুণ স্পিনার আকিল হোসেন অভিষেক ম্যাচেই চমক দেখিয়েছেন। ২৬ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করেছিলেন। এক পর্যায়ে এমনও মনে হয়েছে, স্কোরবোর্ডে আরও কিছু রান রাখতে পারলে জয়ের জন্য লড়াই করতে পারতো ওয়েস্ট ইন্ডিজ।
তামিম জানান, পিচের কারনে ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা সুবিধা পেয়েছিলো। ফলে ব্যাটিং করা কঠিন ছিলো। তবে নিজ দলের ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিংয়ের প্রশংসা করেছেন তামিম। এতে জয় দিয়ে সিরিজ শুরু করতে পেরেছে টাইগাররা।
তামিম বলেন, ‘এই উইকেট ব্যাট করা খুবই কঠিন ছিলো। আক্রমনাত্মক শট খেলতে চাইলেও, সেটি সম্ভব নয়।’
তিনি আরও বলেন, ‘প্রথমদিকে আমি যখন উইকেট দেখেছি, আমি ভেবেছিলাম, এটি সত্যিই ভালো হবে। পুরো দিন কোন রোদ ছিলো না। তাই আপনি কাউকে দোষ দিতে পারেন না। এ ধরনের উইকেটে আপনি, দ্রুত রান ও আক্রমনাত্মক হতে পারবেন না।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat