×
ব্রেকিং নিউজ :
দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি প্রবাসীদের পাঠানো রেমিটেন্স : সমাজকল্যাণ মন্ত্রী ৬৪ জেলার স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি উল্লাপাড়ায় জামাত নেতার সাথে ছবি ভাইরালের ঘটনায় সংবাদ সম্মেলন দিনাজপুরে নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মী জেলহাজতে কুমিল্লায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন রাঙ্গামাটিতে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন স্কাউটিংয়ের মূল দর্শন, কর্মসূচি ও কার্যক্রমগুলোতে শিক্ষার্থীদের অংশগ্রহণের আহবান শিক্ষামন্ত্রীর বার কাউন্সিল এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসতে প্রধানমন্ত্রীর আহ্বান
  • প্রকাশিত : ২০২১-০৩-১৫
  • ৬৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নওকি ইতো আশা প্রকাশ করে বলেছেন, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে জাপান অর্থনৈতিক অঞ্চলে (ইজেড) তার দেশের প্রায় শতাধিক কোম্পানি এক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে।
তিনি বলেন, ‘গত বছর, আমি বলেছিলাম আড়াইহাজারে একশ’টি কোম্পানি প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। আমি আশাবাদী যে আড়াইহাজার উল্লেখিত মাত্রার বিনিয়োগ আকৃষ্ট করতে পারবে।’
রাজধনীর একটি হোটেলে রোববার জেবিসিসিআই’র পরিচালনা পরিষদের ‘দায়িত্ব হস্তান্তর ও দায়িত্ব গ্রহণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিআই) এই অনুষ্ঠানের আয়োজন করে।
এতে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পূর্ব এশিয়া ও প্যাসিফিক উইং) খন্দকার এম তালহা, জেবিসিসিআই’র নব নির্বাচিত প্রেসিডেন্ট আসিফ এ চৌধুরী, বিদায়ী প্রেসিডেন্ট যুজি আন্দো, জেবিসিসিআই’র সেক্রেটারি জেনারেল তারেক রাফি ভূঁইয়া।
নওকি বলেন, জেবিসিসিআই’র বাংলাদেশ এবং জাপানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে তিনটি এলাকার এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশ হিসাবে বাংলাদেশের লক্ষ্য পূরণের ওপর মনোনিবেশ করা উচিত।
এই তিনটি ক্ষেত্রের মধ্যে রয়েছে বিআইজি-বি (বঙ্গোপসাগর শিল্প প্রবৃদ্ধি অঞ্চল) ধারণা, বঙ্গোপসাগর এলাকার যোগাযোগ অবকাঠামো এবং ব্যবসায়ের পরিবেশ উন্নয়ন (ব্যবসায়ের সহজলভ্যতা সূচক)।
এরমধ্যে আরো রয়েছে বাংলাদেশ এবং জাপানের মধ্যে নতুন বাণিজ্য কাঠামো উদ্যোগ অর্থাৎ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) বা অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ)।
নওকি যথাসময়ে আড়াইহাজার অর্থনৈতিক অঞ্চল স্থাপন এবং মানব সম্পদ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
খন্দকার এম তালহা জাপানের সাথে কৌশলগত অংশীদারিত্বের কথা উল্লেখ করে বলেন, এর মাধ্যমে বর্তমানে ১৪টি মেগাপ্রজেক্ট বাস্তবায়িত হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে, পাবলিক প্রাইভেট ইকোনোমিক ডায়ালগ (পিপিইডি)’র মাধ্যমে বাংলাদেশ সরকার জাপানি বিসিয়াগকারীদের অনেক সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করছে।
আসিফ চৌধুরী বিদায়ী প্রেসিডেন্ট যুজি আন্দোকে তার মেয়াদে জেবিসিসিআইতে ব্যাপক অবদান রাখার জন্য ধন্যবাদ জানান। তিনি জেবিসিসিআই-এ নিজ মেয়াদকালে তার লক্ষ্যও উপস্থাপন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat