×
ব্রেকিং নিউজ :
রাঙ্গামাটির বিলাইছড়িতে অগ্নিকান্ডে পুড়ে গেছে ৬টি বসতঘর ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু চাঁদপুর লঞ্চঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ বগুড়ায় নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা মূলক কর্মশালা দিনাজপুরের দৃষ্টিনন্দন দিঘী রামসাগর নারায়ণগঞ্জে ইকোনোমিক জোন পরিদর্শনে ভুটানের রাজা জাতির জন্য বিএনপি-জামায়াত অভিশাপ: নাছিম জলবায়ু-সহনশীল দেশ গড়তে নারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ : পরিবেশমন্ত্রী ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ প্রদান অব্যাহত থাকবে: ত্রাণ প্রতিমন্ত্রী বিএনপি সুপরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের আদর্শ ও মূল্যবোধ নস্যাৎ করতে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে : ওবায়দুল কাদের
  • প্রকাশিত : ২০২১-০৩-৩০
  • ৬৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 রাজধানীর তেজতুরী বাজার এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জাময়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দু’সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা তেজগাঁও বিভাগ।
ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আসিফুর রহমান আসিফ (২৬) ও পিয়াস শেখ (২৮)।
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর তেজগাঁও থানার তেজতুরী বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও দু’রাউন্ড গুলি, ৪ টি মোবাইল ফোন ও নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
ডিএমপি’র তেজগাঁও জোনাল টিম সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা জেএমবির সক্রিয় সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তেজগাঁও থানার তেজতুরী বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র কয়েক জন সদস্য নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ডের উদ্দেশ্যে সমবেত হয়েছে। এমন সংবাদের প্রেক্ষিতে সেখানে অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। বাকিরা পালিয়ে যায়।
পুলিশ জানায়, ঢাকা মহানগরীর তেজগাঁও বিভাগের হাতিরঝিল, শেরেবাংলা নগর এবং মোহাম্মদপুর এলাকায় গত বছরের ২০ অক্টোবর হতে চলতি বছরের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ৬ টি ডাকাতির ঘটনা ঘটে। এ পর্যন্ত এসব ডাকাতির ঘটনায় লুট হওয়া কিছু স্বর্ণ ও টাকা উদ্ধারসহ ১৪ জনকে গ্রেফতার করা হয় এবং ৪ জন আসামি নিজেদের দোষ স্বীকার করে আদালতে জবানবন্দী প্রদান করেছেন। গ্রেফতারকৃত এই দুই জেএমবি’র সদস্য অন্যান্য ডাকাত ও তাদের সংগঠনের সদস্যদের সঙ্গে মিলে এসব ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে। সেই সাথে তারা কয়েকজন ডাকাতের নাম বলেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও থানায় সন্ত্রাস বিরোধী আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat