×
ব্রেকিং নিউজ :
এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী তথ্য কমিশন বাংলাদেশ ৬টি অভিযোগের নিষ্পত্তি করেছে কৃষকের দামে তরমুজ বিক্রির কার্যক্রম পরিদর্শন কৃষিমন্ত্রীর অবন্তিকার আত্মহত্যায় প্ররোচনা : জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন নামঞ্জুর উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন : পরিবেশমন্ত্রী কুল চেইন উন্নয়নের জন্য সমন্বিত নীতির বাস্তবায়ন চান শিল্প উদ্যোক্তারা স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্নি চিকিৎসকদের কর্মবিরতি আন্দোলন প্রত্যাহার চীনের সঙ্গে এফটিএ করতে সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদন বিনিময় জলবায়ু সহনশীল মৎস্যচাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেয়া হবে : আব্দুর রহমান পণ্যের দাম বাড়াতেই বিএনপির ভারত বর্জন কর্মসূচি : নাছিম
  • প্রকাশিত : ২০২১-০৪-০১
  • ৬২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেটে গত একদিনে করোনায় ৫ জনের মৃত্য হয়েছে, একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১০০ জন।
আজ বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে সিলেট বিভাগে মৃত ৫ জনের মধ্যে সিলেট জেলার ৪ জন ও অপর একজন হবিগঞ্জ জেলার বাসিন্দা। এনিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীর সংখ্যা ২৯০ জন। এরমধ্যে সিলেট জেলার ২২৩ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৭ জন এবং মৌলভীবাজারের ২৪ জন।
এদিকে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ১০০ জনের দেহে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, এরমধ্যে সিলেট জেলায় ৯৪ ও হবিগঞ্জের ৬ জন রয়েছেন। এ সময়ে সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায় নতুন করে কেউ আক্রান্ত হননি। এনিয়ে সিলেট বিভাগে করোনায় শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৯১ জনে। শনাক্ত হওয়ার মধ্যে সিলেট জেলায় ১০ হাজার ৮০২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৯৪ জন, হবিগঞ্জে ২ হাজার ৫৬ ও মৌলভীবাজার জেলায় ২ হাজার ৩৯ জন রয়েছেন। এদিকে গত একদিনে সিলেট বিভাগে করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন আরও ৫৬ জন, সুস্থ হওয়াদের মধ্যে সিলেট জেলার ৫৫ ও মৌলভীবাজার জেলার ১ জন। এ নিয়ে সিলেট বিভাগে মোট সুস্থ রোগীর সংখ্যা ১৬ হাজার ১৮১ জন। এর মধ্যে সিলেট জেলার ১০ হাজার ৩০, সুনামগঞ্জের ২ হাজার ৫৩২, হবিগঞ্জের ১ হাজার ৬৯৫ ও মৌলভীবাজার জেলার ১ হাজার ৯২৪ জন রয়েছেন।
অন্যদিকে, সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ জন, এ নিয়ে বর্তমানে মোট ৯৩ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, যাদের মধ্যে সিলেটের ৮৭, সুনামগঞ্জের ২, হবিগঞ্জের ১ ও মৌলভীবাজার জেলায় ৩ জন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat