×
ব্রেকিং নিউজ :
স্বাধীনতার ইতিহাসে মুজিবনগর সরকারের গুরুত্ব অপরিসীম : বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী নীলফামারীতে গোপন বৈঠককালে জামায়াতের তিন নেতা গ্রেপ্তার রবীন্দ্রনাথ বর্তমানে বিশ্বে আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে : অর্থ প্রতিমন্ত্রী হাবিবের সেঞ্চুরিতে সুপার লিগের টিকিট পেল গাজী গ্রুপ টাঙ্গাইলে সম্প্রসারিত হয়েছে আদা ও হলুদ চাষের জমি গোপালগঞ্জে ৬ হাজার ৭২০ হেক্টর জমিতে বোনা আমন আবাদের লক্ষ্যমাত্রা হালদা থেকে বালু উত্তোলন, ৪ জনের কারাদন্ড নড়াইলে বরেণ্য চিত্রশিল্পীদের নিয়ে আর্ট ক্যাম্প চট্টগ্রামে আন্তর্জাতিক উইম্যান এসএমই এক্সপো শুরু হচ্ছে খেলাধুলায় অংশগ্রহণ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৪-০২
  • ৫২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ অভিযোগ করেছেন, ধর্মের নামে নৈরাজ্য সৃষ্টি করে দেশকে পিছিয়ে দেয়ার অপচেষ্টা চলছে।
তিনি বলেন, ‘বিএনপি-জামায়েতসহ একটি মহল দেশে গন্ডগোল লাগানোর চেষ্টা করছে। দেশে নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চালানো হচ্ছে। দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন এই ধর্মের নামে নৈরাজ্য সৃষ্টি করে দেশকে পিছিয়ে দেয়ার অপচেষ্টা করছে।’
হাছান মাহমুদ আজ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা অডিটোরিয়ামে তথ্যমন্ত্রীর ব্যক্তিগত ঐচ্ছিক তহবিল হতে অনুদানের চেক বিতরণ, প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও মৎস্য বিভাগের বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আয়শা আকতার।
ড. হাছান মাহমুদ বলেন, ‘ইসলামের নামে যে সমস্ত নৈরাজ্য করা হয়েছে, মানুষের ঘরবাড়ি ও গাড়ি পুড়িয়ে দেয়াা হয়েছে, দেশের গুরুত্বপূর্ণ কিছু দপ্তরে তারা হামলা করেছে, ভূমি অফিসে হামলা করেছে, ফায়ার সার্ভিসে হামলা করে আগুন লাগিয়ে দিয়েছে। এধরণের নৈরাজ্য কখনো ইসলাম সমর্থন করেনি। ’
তথ্যমন্ত্রী বলেন, ‘মাওলানা আহমদ শফী সাহেব হেফাজত ইসলামের আমির ছিলেন, তিনি আমাদের রাঙ্গুনিয়ার মানুষ। তার পরিবার থেকে অভিযোগ এবং মামলা করা হয়েছে যে শফি সাহেবকে অপদস্ত এবং নির্যাতন করার কারণে তিনি মৃত্যুবরণ করেছেন। ’
ড. হাছান বলেন, যারা মাওলানা আহমদ শফীর মত একজন বয়স্ক ব্যক্তিকে নির্যাতন করে হত্যা করার মত কাজ করে তাদের হাতে তো কোন কিছুই নিরাপদ নয়।
তিনি বলেন,‘ তারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায় এবং বিএনপি-জামায়াতের সহযোগিতায় সুযোগ সন্ধানীরা অপেক্ষায় থাকে। বর্তমানে যারা দেশের এমন উন্নয়নের ধারাকে রুখে দিতে চায়, জামাত-শিবিরের সহযোগিতায় যারা বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে থামিয়ে দিতে চায় তা জনগণ বুঝে। জনগণ এই সবকিছু প্রতিহত করবে।’
তথ্যমন্ত্রী বলেন, ধর্মকে ব্যবহার করে যারা ব্যক্তিগত ও দলের স্বার্থ হাসিল করতে চায় তাদের এই সমস্ত অপচেষ্টা কখনোই সফল হবে না। কারণ, দেশের মানুষ সবকিছু জানে এবং বোঝে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat