×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় কৃষক সমাবেশ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে টাইগারদের প্রতি রাষ্ট্রপতি’র অভিনন্দন গাজীপুরে গ্যাসের আগুনে দগ্ধ হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১০ মেহেরপুরে বিদেশ ফেরত অভিবাসীদের বিষয়ে সেমিনার পীরগঞ্জ প্রেসক্লাবে ড. এম এ ওয়াজেদ মিয়া পাঠাগারে স্পিকারের বই উপহার ই-জিপি বাস্তবায়ন সম্পর্কে জানতে তানজানিয়ার প্রতিনিধিদল ঢাকায় ২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর সাথে আয়ারল্যান্ডের এন্টারপ্রাইজ, বাণিজ্য ও কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সাধ্য কারো নেই : ওবায়দুল কাদের আত্মতুষ্টি নয়, আগামী পাঁচ বছর দেশ পাহারা দেবো : পররাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৭-০৭
  • ৫৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনায় ৯ জন মারা গেছে। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ৩৬২ জন।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় কভিড-১৯ বিষয়ক দৈনিক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে। স্বাসস্থ্য বিভাগের তথ্যমতে করোনায় গত ২৪ ঘন্টায় এত সংখ্যক মৃত্যু সিলেট বিভাগে চলতি বছরের মধ্যে আগে হয়নি। 
আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য বিভাগের তথ্যমতে গত ২৪ ঘন্টায় করোনায় সিলেট বিভাগে নিহতদের মধ্যে সিলেট জেলায় ৭, সুনামগঞ্জে ১ও মৌলভীবাজার জেলায় ১জন রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগের চার জেলায় মোট মারা গেছে ৫০২ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪০৭,সুনামগঞ্জে ৩৫, হবিগঞ্জে ২২ ও মৌলভীবাজার জেলার ৩৭ জন রয়েছেন। 
এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগের চার জেলায় ১ হাজার ৪৫ জনের নমুনা পরীক্ষায় আরও ৩৬২ জনের ফল করোনা পজিটিভ আসে। এর আগের দিন করোনায় সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ছিলো ৩৮৭ জন। গত একদিনে সিলেট বিভাগে চার জেলার মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ সংখ্যক ২১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের তুলনায় কিছুটা কম। একই সময়ে সুনামগঞ্জে ২৪, হবিগঞ্জে ৩১ ও মৌলভীবাজারে ৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগের দিন সুনামগঞ্জে ৫৬, হবিগঞ্জে ২৮ ও মৌলভীবাজারে ৫৬ জন আক্রান্ত  হয়েছিলেন। এ পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭১৬ জনে। এর মধ্যে সিলেট জেলায় ১৮ হাজার ২৭৬ জন, সুনামগঞ্জে ৩ হাজার ১৫৭ জন, হবিগঞ্জে ২ হাজার ৯৫১ ও মৌলভীবাজারে ৩ হাজার ৩৩২ জন রয়েছেন।
অপরদিকে সিলেট বিভাগের চার জেলায় গত একদিনে করোনা থেকে সুস্থ্য হয়ে উঠেছেন ১২৫ জন। এদের মধ্যে সিলেট জেলায় ১১৪, সুনামগঞ্জে ১০ও হবিগঞ্জে ১ জন রয়েছেন। এ পর্যন্ত সিলেট বিভাগে মোট সুস্থ্য হয়েছেন ২৪ হাজার ৩৪২ জন। এর মধ্যে সিলেট জেলার ১৬ হাজার ৬১৬ সুনামগঞ্জের ২ হাজার ৮৫৮ হবিগঞ্জের ২ হাজার ১১৮ ও মৌলভীবাজার জেলার ২ হাজার ৭৫০ জন রয়েছেন। 
অপর দিকে সিলেট বিভাগের চার জেলায় গত একদিনে করোনা শনাক্ত আরও ৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে সিলেট বিভাগে মোট ৪৯২ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat