×
ব্রেকিং নিউজ :
নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির বিকল্প ব্যবস্থা হচ্ছে : বাণিজ্য প্রতিমন্ত্রী ড. ওয়াজেদ মিয়ার সমাধিতে রংপুরের বিভাগীয় কমিশনারের শ্রদ্ধা গোপালগঞ্জে গ্রাম পুলিশের 'বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স ' শুরু মারমাদের জল উৎসবের মধ্য দিয়ে সমাপ্ত হলো পাহাড়ের বৈসাবী উৎসব বরগুনায় সাংসদকে সংবর্ধনা ও মেয়র কাউন্সিলরদের অভিষেক বিদেশে কর্মী প্রেরণে রিক্রুটিং এজেন্সিকে মানবিক হওয়ার আহ্বান জানালেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী আলবার্টা পার্লামেন্টে বাংলা নববর্ষ উদযাপিত বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির কৃতি শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ : স্পিকার বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত রাউন্ডের খেলা ২০ এপ্রিল
  • প্রকাশিত : ২০২১-০৮-১৫
  • ৭৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রতাব আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শোক-সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর দুইটায় বিদ্যালয় মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপ-পরিচালক, স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ ইয়াছিন আলীর সার্বিক সহযোগিতায় প্রায় ২ হাজার দুঃস্থ ও অসহায় মানুষকে সামাজিক দূরত্ব বজায় রেখে মাক্স ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
দিন ব্যাপী কর্মসূচি পালনের মধ্যে সকালে বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা ও শোক পাতাকা উত্তোলন, সকাল ১০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, ১১ টায় কোরআন থেকে তেলোয়াত, বেলা ১২ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনীর উপর স্মরণসভা অনুষ্ঠিত হয়। এ সময় সকল শহীদদের স্মরণে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
প্রতাব আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ইয়াছিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আলহাজ আলী আকবর হোসেন । এ সময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আকতার, মোঃ কেফায়েতুল্লাহ, মোঃ এনসাব আলী, বাঙ্গালা ইউনিয়ন আথলীগের সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম তালুকদার, অবসরপ্রাপ্ত শিক্ষক আবু বকর সিদ্দিক, ইউনিয়ন আঃলীগ নেতা গোলাম মোস্তফা, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতাব আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহমিনা খাতুন লিপি প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর শিশু সুলভ আচরণ ও বলিষ্ঠ নেতৃত্বের মতো আগামীতে হাজারো শিশু তাদের মেধা ও মনন দিয়ে তৈরি হয়ে সোনার বাংলা গড়ে তুলবে। বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদত বার্ষিকীতে একজন মুক্তিযোদ্ধা হিসেবে এটাই হোক আমাদের প্রত্যাশা। তিনি আরো বলেন, দেশ স্বাধীন হয়েছে কিন্তু লুটেরা আজও তার দোসরদের প্রতিনিধি হিসেবে রেখে গেছেন। তাদের আর এগিয়ে যেতে দেব না। তাই আগামীতে বঙ্গবন্ধুর আদর্শে সোনার বাংলা গড়ে তুলতে একজন সৎ, শিক্ষিত ও যোগ্য ব্যক্তিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত করা প্রয়োজন। আমাদের অনুষ্ঠানের মধ্যমণি সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ-পরিচালক জনাব ইয়াছিন আলীকে বাঙ্গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আঃলীগের প্রার্থী হিসেবে আমরা আগামীতে পেতে চাই। তিনি নির্বাচিত হলে এলাকায় সুশাসন প্রতিষ্ঠিত হবে বলে তার প্রত্যশা।
অনুষ্ঠান শেষে ১৫ অগাষ্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের উদ্দেশ্যে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat