×
ব্রেকিং নিউজ :
রেমিট্যান্স প্রেরণকারীদের স্মার্ট কার্ড প্রদানের সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় স্থায়ী কমিটি এভিয়েশন শিল্পের উন্নয়নে সহযোগিতা করতে চায় যুক্তরাজ্য চতুর্থ শিল্প বিপ্লবের সুফল দিতে সরকার নতুন প্রযুক্তি নিয়ে আসছে : শিক্ষা প্রতিমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের প্রাদেশিক কংগ্রেসের ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ নির্মাণাধীন ভবনে লার্ভা পেলে নির্মাণ কাজ বন্ধ করা হবে : মেয়র তাপস বাংলাদেশে বিনিয়োগ করতে মরিশাসের প্রতি আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কক্সবাজারে ভোটার তালিকায় থাকা রোহিঙ্গাদের তালিকা চেয়ে হাইকোর্ট আদেশ মন্ত্রী-এমপি’র স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের
  • প্রকাশিত : ২০২১-০৮-১৬
  • ৩২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু বাঙালি জাতিকে নিজের প্রাণের চেয়ে অধিক ভালোবাসতেন। তাই তিনি শৈশবকাল থেকেই বাঙালি জাতিকে পরাধীনতার শৃঙ্খলমুক্ত করার স্বপ্ন দেখতেন। এ মহান নেতা বাঙালি জাতির মুক্তির সুুপ্ত আকাঙ্খাকে জাগ্রত করার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে বাঙালিদের অনুপ্রেরণা যুগিয়েছেন।
১৫ আগস্ট রবিবার রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে। 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রফেসর ড. মুনতাসীর মামুন। 
স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এসএম মনিরুল হাসান। সঞ্চালনায় ছিলেন প্রক্টর ড. রবিরউল হাসান ভূঁইয়া। 
আলোচনা সভায় বক্তারা মহাকালের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ‘৭৫ এর ১৫ আগস্ট শাহাদাতবরণকারী সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। 
শিক্ষামন্ত্রী আরো বলেন, এ বিশ্বনেতার সম্মোহনী নেতৃত্বে বাঙালি জাতি দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে হায়েনাদের পরাজিত করে বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করেন স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। জাতির পিতার দেখানো পথে বঙ্গবন্ধু কন্যা  প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এই বিশ্ব নেতার দর্শন ও চিন্তা নিয়ে যত বেশি চর্চা ও গবেষণা হবে নতুন প্রজন্ম তত বেশি সমৃদ্ধ হবে। 
শিক্ষা উপমন্ত্রী বলেন, ’৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার মাধ্যমে হায়েনার দল বাংলাদেশকে পিছিয়ে দেয়ার ঘৃণ্য অপচেষ্টায় লিপ্ত হয়েছিল। কিন্তু  তারা সফল হতে পারেনি। বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে স্বমহিমায় প্রতিষ্ঠিত। 
অনুষ্ঠানের মুখ্য আলোচক প্রফেসর ড. মুনতাসীর মামুন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু চেয়েছিলেন একটি অসাম্প্রদায়িক, শোষণমুক্ত, সুখী-সমৃদ্ধ, স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে। জাতির পিতার এ স্বপ্নকে এগিয়ে নিতে হলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে বঙ্গবন্ধুকে নিয়ে অধিকতর গবেষণা ও চর্চা প্রয়োজন। 
তিনি বঙ্গবন্ধুর জীবনবোধ, রাজনৈতিক দর্শন সর্বোপরি তাঁর রাষ্ট্রদর্শন নিয়ে গবেষণাধর্মী ও তথ্যবহুল আলোচনা উপস্থাপন করেন। 
ভার্চুয়ালি অনুষ্ঠিত আলোচনা সভাটি রাত সাড়ে আটটা থেকে শুরু হয়ে সোয়া দশটায় শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat