×
ব্রেকিং নিউজ :
পার্বত্য চট্টগ্রামেও সমানতালে উন্নয়নের গতিধারা এগিয়ে চলছে : পার্বত্য প্রতিমন্ত্রী জিআই পণ্যের গুণগত মান ও টেকসই সংরক্ষণের দিকে নজর দিতে হবে : শিল্পমন্ত্রী বাপেক্স ও এস.সি ইউরো গ্যাস সিস্টেমস এস.আর.এল রোমানিয়ার মধ্যে চুক্তি চলমান বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন ত্বরান্বিত করার নির্দেশ গণপূর্তমন্ত্রীর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ দেশ গড়ার অঙ্গীকার প্রতিরক্ষা স্থায়ী কমিটির দেশের উন্নয়নে কৃষির সকল স্তরে উন্নত প্রযুক্তি ব্যবহারের কোন বিকল্প নেই : স্থানীয় সরকার মন্ত্রী ভোলায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় বিএনপি ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে : ওবায়দুল কাদের বাজেটে তামাক পণ্যের দাম বৃদ্ধির দাবী শুধু চাকরির পেছনে ছুটবেনা, উদ্যোক্তা হবেন : স্বাস্থ্যমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৮-৩১
  • ৪৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়  স্থায়ী কমিটির সভা আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে।কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব সভায় সভাপতিত্ব করেন। কমিটির সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল, হুইপ মাহবুব আরা বেগম গিনি, আব্দুস সালাম মূর্শেদী, জুয়েল আরেং, এ. এম. নাঈমুর রহমান এবং জাকিয়া তাবাসসুম সভায় অংশগ্রহণ করেন। সভায়  বাংলাদেশ হকি ফেডারেশনের সার্বিক কার্যক্রম এবং ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম রিপোর্ট সংসদে উপস্থাপন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সংখ্যাসহ কর্মকালের মেয়াদের একটি প্রতিবেদন  আগামী বৈঠকে উপস্থাপন করতে সুপারিশ করা হয়। সম্প্রতি  অনুষ্ঠিত বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া টি টোয়েন্টি ক্রিকেট খেলায় প্রথম বারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় করায় কমিটির পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটি অভিনন্দনপত্র পাঠানোর  সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম রিপোর্ট সংশোধন সাপেক্ষে পরবর্তী অধিবেশনে উপস্থাপনের  সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও সভার  শুরুতে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে নিহত তাঁর পরিবারের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে তাঁদের উদ্দেশ্যে কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, কমিটির সদস্য মোঃ জাহিদ আহসান রাসেল, আব্দুস সালাম মূর্শেদী ও মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের পক্ষে তার প্রতিনিধি বক্তব্য রাখেন। তাঁদের সকলের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালনসহ মোনাজাত করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিভিন্ন সংস্থা প্রধানসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায়  উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat