×
  • প্রকাশিত : ২০২১-০৯-০৮
  • ৫০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী  মো. জাকির হোসেন বলেছেন, ঝরে পড়া রোধে শিক্ষার্থীদের বর্ণ শেখার সঙ্গে স্কিলড ট্রেনিং যুক্ত করে আরো কর্মদক্ষ করে গড়ে তুলতে হবে। 
আজ বুধবার রাজধানীর প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২১ উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 
প্রতিমন্ত্রী বলেন, দেশের সার্বিক উন্নয়নে আমাদের শিক্ষার্থীদের আরো  দক্ষ  ও যোগ্য করে গড়ে তুলতে হবে। এটি আরো ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে। 
তিনি বলেন, বাংলাদেশ সাক্ষরতায় অনেক এগিয়ে  গেছে, কিন্তু কিছু  প্রধান শিক্ষক ও কর্মকর্তাদের অনৈতিক কর্মকান্ডের ফলে সাক্ষরতার সুফল ব্যাহত হচ্ছে। 
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলম, অতিরিক্ত সচিব (বিদ্যালয়) রতন চন্দ্র পন্ডিত বক্তৃতা করেন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat