×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০২১-০৯-২০
  • ৫৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চলতি অর্থ বছরে খরিপ-২ মৌসুমে মাসকালাই বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রনোদনা কর্মসুচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে ।
২০ সেপ্টেম্বর সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত, উপজেলা হলরুমে বেলা ১১ টায় সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমাম প্রধান অতিথি হয়ে ৪৫০ জন ক্ষুদ্র ও প্রন্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন। উপজেলায় মোট ৪৫০ জন কৃষকের মাঝে ৫ কেজি মাসকালাই বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করেন । এ ছাড়াও আরো ৩০ জনকে প্রনোদনা হিসেবে নাবী পাটের বীজ বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৫০০ গ্রাম পাটের বীজ, ১০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ সুবর্ণা ইয়াসমিন সুমি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আলা উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ শফিউল আলম স্বপন প্রমুখ ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat