×
ব্রেকিং নিউজ :
নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির বিকল্প ব্যবস্থা হচ্ছে : বাণিজ্য প্রতিমন্ত্রী ড. ওয়াজেদ মিয়ার সমাধিতে রংপুরের বিভাগীয় কমিশনারের শ্রদ্ধা গোপালগঞ্জে গ্রাম পুলিশের 'বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স ' শুরু মারমাদের জল উৎসবের মধ্য দিয়ে সমাপ্ত হলো পাহাড়ের বৈসাবী উৎসব বরগুনায় সাংসদকে সংবর্ধনা ও মেয়র কাউন্সিলরদের অভিষেক বিদেশে কর্মী প্রেরণে রিক্রুটিং এজেন্সিকে মানবিক হওয়ার আহ্বান জানালেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী আলবার্টা পার্লামেন্টে বাংলা নববর্ষ উদযাপিত বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির কৃতি শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ : স্পিকার বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত রাউন্ডের খেলা ২০ এপ্রিল
  • প্রকাশিত : ২০২১-১১-১৮
  • ৫৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সুদানের নিরাপত্তা বাহিনী বৃহস্পতিবার অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকারীদের ওপর টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে। খার্তুমের উত্তরাঞ্চলে এসব বিক্ষোভকারী রাস্তায় অবস্থান নিয়েছিল। এর একদিন আগে বিক্ষোভকারীদের লক্ষ্য করে নিরাপত্তা বাহিনীর তীব্র সহিংসতায় ১৫ জন নিহত হয়। প্রত্যক্ষদর্শীরা এ খবর জানিয়েছেন। 
গত মাসে সেনাবাহিনীর ক্ষমতা নেয়ার প্রতিবাদে হাজার হাজার লোক রাস্তায় বিক্ষোভ শুরু করে। বুধবারও রাজধানী খার্তুম এবং এর আশেপাশের শহরগুলোতে অসংখ্য লোক বিক্ষোভ করে। এ সময় নিরাপত্তা বাহিনীর সাথে তীব্র সংঘর্ষে ১৫ জন নিহত হয়। সেনাবাহিনীর ক্ষমতা নেয়ার পর এটি ছিল সবেচেয়ে ভয়াবহ সংঘর্ষ। 
এদিকে সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর এ পর্যন্ত চলমান সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯  হয়েছে। 
সুদানে ২০১৯ সালে প্রেসিডেন্ট ওমর আল বাশিরকে ক্ষমতাচ্যুত করে শীর্ষ জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান দেশটির কার্যত নেতা হন। তিনি গত ২৫ অক্টোবর দেশটিতে জরুরি অবস্থা জারি করেন। তার এ উদ্যোগ বিশ্বব্যাপী তীব্রভাবে সমালোচিত হয়। 
বিক্ষোভকারীদের ওপর সাম্প্রতিক দমনপীড়নেরও তীব্র সমালোচনা করেছে বিভিন্ন দেশ।
মার্কিন  পররাষ্ট্র দপ্তরের আফ্রিকান বিষয়ক ব্যুরো টুইটারে বলেছে, আমরা শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর এ সহিংসতার নিন্দা জানাচ্ছি। সুদানের মানবাধিকার রক্ষা ও একে শ্রদ্ধারও আহ্বান জানাচ্ছি। 
এদিকে বুরহান সেনাবাহিনীর উদ্যোগ অভ্যুত্থান নয় বলে জোর দিয়ে উল্লেখ করে বলেছেন, এটি বেসামরিক শাসনে রূপান্তরের পথ অনুমোদনের একটি পদক্ষেপ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat