×
ব্রেকিং নিউজ :
নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির বিকল্প ব্যবস্থা হচ্ছে : বাণিজ্য প্রতিমন্ত্রী ড. ওয়াজেদ মিয়ার সমাধিতে রংপুরের বিভাগীয় কমিশনারের শ্রদ্ধা গোপালগঞ্জে গ্রাম পুলিশের 'বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স ' শুরু মারমাদের জল উৎসবের মধ্য দিয়ে সমাপ্ত হলো পাহাড়ের বৈসাবী উৎসব বরগুনায় সাংসদকে সংবর্ধনা ও মেয়র কাউন্সিলরদের অভিষেক বিদেশে কর্মী প্রেরণে রিক্রুটিং এজেন্সিকে মানবিক হওয়ার আহ্বান জানালেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী আলবার্টা পার্লামেন্টে বাংলা নববর্ষ উদযাপিত বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির কৃতি শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ : স্পিকার বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত রাউন্ডের খেলা ২০ এপ্রিল
  • প্রকাশিত : ২০২২-০৩-২৬
  • ৭৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ শিশু একাডেমিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন একাডেমির মহাপরিচালক জ্যোতি লাল কুরী। এসময় দুজন শিশু বক্তা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তৃতা করেন।
সচিব বলেন, জাতির পিতা ৭ মার্চ ঐতিহাসিক ভাষণের মাধ্যমে জাতিকে স্বাধীনতা অর্জনে উদ্বুদ্ধ করেন। জাতির পিতার ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার মাধ্যমে শুরু হওয়া পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে নয় মাসের সশস্ত্র স্বাধীনতার সংগ্রামের মাধ্যমে অর্জিত হয় বিজয়।
তিনি বলেন, জাতির পিতার স্বপ্ন ছিল উন্নত-সমৃদ্ধ দেশ গড়ার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের আগেই শিশুদের জন্য উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন।
তিনি শিশুদের উদ্দেশ্যে বলেন, জাতির পিতার জীবন আদর্শ বুকের ধারণ করে দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ড. মহিউদ্দীন আহমেদসহ মন্ত্রণালয় ও দপ্তর সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও অভিভাবকবৃন্দ। আলোচনা পর্ব শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat