
নিউজ ডেস্ক:–প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশে অফুরন্ত সাফল্য ও সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১০ বছরে বিনিয়োগ বিকাশের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন, এ লক্ষ্যে বেসরকারি খাতে বিনিয়োগ আকর্ষণ ও বৃদ্ধির জন্য বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের বিনিয়োগ ক্ষেত্র ব্যবসা ও বিনিয়োগবান্ধব করার জন্য সংস্কার কার্যক্রম চলছে।
আজ ঢাকায় বাংলাদেশস্থ সুইজারল্যান্ড দূতাবাসে সুইজারল্যান্ড দূতাবাস এবং সুইজারল্যান্ড বাংলাদেশ চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসবিসিসিআই) আয়োজিত ‘সুইস বিজনেস টক’ নামক ভাষণ ও নেটওয়ার্কিং ইভেন্টে বিশেষ অতিথির বক্তব্যে বিডা’র নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে বিডা’র সা¤প্রতিক উদ্যোগ এবং পরিকল্পনা সম্পর্কে তিনি কথা বলেন।
বাংলাদেশে বিনিয়োগ করতে বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে সুনির্দিষ্ট স্বার্থের বিষয়ে মতবিনিময় করার লক্ষ্যে এসবিসিসিআইয়ের সদস্যদের সাথে সুইস ব্যবসা স¤প্রদায়ের নেতৃবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন।