×
ব্রেকিং নিউজ :
স্মার্ট চট্টগ্রাম সিটি গড়তে আমেরিকান প্রতিষ্ঠানের সাথে চসিকের সমঝোতা ঝিনাইদহে টিসিবির পণ্য বিক্রি শুরু জাতির পিতার সমাধিতে লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা শরীয়তপুরে প্রত্যাগত অভিবাসীদের পুনঃ একত্রিকরণ শীর্ষক সেমিনার টাঙ্গাইলে এসএসসিতে জিপিএ-৫ পেলো জমজ দুইবোন বাংলাদেশের এমএসএমই, নারী উদ্যোক্তাদের জন্য ৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ ঘোষণা যুক্তরাজ্যের স্পিকারের নেতৃত্বে আজ জেনেভা যাচ্ছে সংসদীয় প্রতিনিধিদল ডোনাল্ড ল্যু নিজ দেশের এজেন্ডা বাস্তবায়নে আলোচনা করতে এসেছেন: ওবায়দুল কাদের আন্তর্জাতিক ইসরায়েলি লবির সাথে যুক্ত হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী হজযাত্রীদের নিকট হতে কুরবানির টাকা নেয়ায় মন্ত্রণালয়ের সতর্কতা
  • প্রকাশিত : ২০২২-০১-২৯
  • ৬৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইরানের পরমাণু চুক্তি রক্ষায় ভিয়েনায় সর্বশেষ দফার আলোচনা সাময়িক স্থগিত রাখা হয়েছে। এ অঞ্চলের অচলাবস্থা নিরসনে ‘রাজনৈতিক সিদ্ধান্তের’ আহ্বান জানিয়ে শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের সমন্বয়ক এরিক মোরা এ কথা বলেন। খবর এএফপি’র।
মোরা টুইটার বার্তায় বলেন, ‘ভিয়েনা আলোচনায় অংশগ্রহণকারী কর্মকর্তারা পরামর্শ করার জন্য দেশে ফিরে যাবে এবং দিক নির্দেশনা দেয়ার জন্য আগামী সপ্তাহে ফিরে আসবে। কেননা, ভিয়েনা আলোচনা যে পর্যায়ে পৌঁছেছে, তাতে এখন রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন।’
ইরান, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন, ফ্রান্স, জার্মানি ও রাশিয়ার করা এ চুক্তির শর্ত অনুযায়ী, তেহরানের পরমাণু কর্মসূচির লাগাম টেনে ধরার বিনিময়ে তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার কথা বলা হয়।
২০১৮ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালে যুক্তরাষ্ট্র এ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর তারা ইরানের বিরুদ্ধে নতুন করে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। এর ফলে ইরান ও তাদের পরমাণু কার্যক্রম নাটকীয়ভাবে জোরদার করে।
এ চুক্তি বাঁচানোর লক্ষ্যে গত এপ্রিলে অস্ট্রিয়ার রাজধানীতে আলোচনা শুরু করা হয় এবং দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর গত নভেম্বরে এ আলোচনা আবারো শুরু হয়।
ইউরোপীয় ইউনিয়ন এক্ষেত্রে মধ্যস্থতার ভূমিকা পালন করে। এ দিকে যুক্তরাষ্ট্র এ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ায় ওয়াশিংটন কেবলমাত্র পরোক্ষভাবে ভিয়েনা আলোচনায় অংশ নিয়ে আসছে।
তবে সোমবার ইরান এই প্রথমবারের মতো জানায়, তারা ওয়াশিংটনের সাথে এ ব্যাপারে সরাসরি আলোচনা করতে চায়। এর পরপরই যুক্তরাষ্ট্র ‘জরুরি ভিত্তিতে’ তেহরানের সাথে আলোচনা অনুষ্ঠানে তাদের প্রস্তুত থাকার কথা জানায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat