×
ব্রেকিং নিউজ :
গোপালগঞ্জে দারিদ্র বিমোচন প্রকল্পের প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদপত্র বিতরণ ভোলার ৩ টি উপজেলা পরিষদের নির্বাচন আগামীকাল রাঙ্গামাটিতে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন গোপালগঞ্জের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ শেখ মোশাররফ হোসেন স্কুল এ্যান্ড কলেজ নকল ডায়াবেটিস টেস্টিং স্ট্রিপস ধ্বংসে হাইকোর্ট নির্দেশ ক্রেতারা প্লট বা ফ্ল্যাট কিনে যেন হয়রানির শিকার না হয় : রিহ্যাবকে রাষ্ট্রপতি দ্বিতীয় ধাপে দেশের ১৫৬ উপজেলায় আগামীকাল ভোটগ্রহণ ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী : ওবায়দুল কাদের ঢাকা-তাসখন্দ সরাসরি ফ্লাইট পরিচালনার উপর গুরুত্বারোপ রাষ্ট্রদূত ড. মনিরুলের নারীর জীবনমান উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার করলো জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুয়েন লুইস
  • প্রকাশিত : ২০২২-০৫-৩১
  • ৭৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরীর সমুদ্র তীরের খালি জায়গার ওপর ওশান এমিউজমেন্ট পার্ক নির্মাণের যে পরিকল্পনা গ্রহণ করেছে এতে বিনিয়োগ চীনা রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেছেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।
মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সাথে আজ মঙ্গলবার বিকেলে টাইগারপাসস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)-এর অস্থায়ী নগর ভবনে মেয়র কক্ষে চীনের রাষ্ট্রদূত লি জিমিং-এর সৌজন্য সাক্ষাতকালে মেয়র এ অনুরোধ জানান। সাক্ষাতকালে মেয়র কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণে সহযোগিতার জন্য রাষ্ট্রদূতের মাধ্যমে চীন সরকারকে ধ্যনবাদ জানান। মেয়র রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছা জানান এবং চসিকের মনোগ্রাম-খচিত ক্রেস্ট উপহার দেন।
তিনি বাংলাদেশের সঙ্গে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর গুরুত্বারোপ করে বলেন, চট্টগ্রাম উপকূলীয় এলাকা হিসেবে প্রাকৃতিক দুর্যোগ, নগরীর জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা, বিউটিফিকেশন, পর্যটন শিল্প, গার্মেন্টস শিল্প, পাওয়ার প্লান্টসহ নানা খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে এবং চীনের অনেক নাগরিক চট্টগ্রামে বিভিন্ন উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত আছে। বন্দর নগরী চট্টগ্রামকে পরিচ্ছন্ন, নান্দনিক, সবুজ ও নিরাপদ নগরী গড়ার কাজে চীনের সহযোগিতা কামনা করেন মেয়র।
চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেন, চট্টগ্রামে এটি আমার প্রথম সফর। এখানকার প্রাকৃতিক ও নান্দনিক সৌন্দর্যে আমি অভিভূত। চট্টগ্রামে পাওয়ার প্লান্ট, দুর্যোগ ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়নসহ নানা খাতে চীন বিনিয়োগে আগ্রহী। বর্জ্য ব্যবস্থাপনা, এলইডি লাইটিং, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন খাতে বিনিযোগে সুযোগ দেয়ার জন্য মেয়রের সহযোগিতা কামনা করেন। তিনি চট্টগ্রামের সার্বিক উন্নয়নে মেয়রের ভূয়সী প্রশংসা করেন। বৈঠকে উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয়।
এ সময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাসেম, চীনের রাজনৈতিক কাউন্সিলর ওয়াং জি হুং, ফার্স্ট সেক্রেটারি জি জিয়াও ফেং, এটাচি ইউ পেং, চায়নিজ এন্টারপ্রাইজ এসোসিয়েশানের ভাইস প্রেসিডেন্ট ঝাং ওয়েন সেং, চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানির প্রতিনিধি পাং মিং, পাওয়ার চায়না বাংলাদেশের ডেপুটি ম্যানেজার হানকুন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat