×
ব্রেকিং নিউজ :
খাগড়াছড়িতে পুনঃঅর্থায়ন স্কিমের ঋণ বিতরণ বরগুনায় স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন পিরোজপুরে বিশ্বকবি ও জাতীয় কবির জন্মবার্ষিক উদযাপনে প্রস্তুতি সভা রাঙ্গামাটিতে বজ্রপাতে দুইজন নিহত নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)-এর উদ্বোধন হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে খালেদা জিয়াকে শনিবার থেকে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চলবে উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও গাজা,ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অ্যাকশন প্ল্যান প্রস্তুত করতে হবে : স্পিকার
  • প্রকাশিত : ২০১৯-০১-০৫
  • ৬২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আদার চা পানের ৮ টি সুফল
স্বাস্হ্য ডেস্ক:- বাঙালির প্রাত্যহিক জীবনে আদা একটি অন্যতম অপরিহার্য উপাদান। প্রায় সব রান্নাতেই আমরা কম-বেশি আদা ব্যবহার করি। আর সাধারণ সর্দি-কাশি, ঠান্ডায় ঘরোয়া চিকিত্সা হিসেবে আদার ব্যবহার সুপ্রাচীন কাল থেকেই চলে আসছে। আদার রস মিশ্রিত রং চা আমরা অনেকেই পান করি। কিন্তু এর গুণাগুণ জানি কজনে? গতকাল শনিবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে আদার চা পানের আটটি সুফল উল্লেখ করা হয়েছে। বিতৃষ্ণা ও বমি ভাব দূর করে কোথাও বেড়াতে যাওয়ার আগে এ কাপ আদা চা পান করে নিতে পারেন। এতে করে যাত্রার গতির ফলে শরীরে যে বিবমিষা ও বমি বমি ভাব তৈরি হয়, তা দূর হবে। পাকস্থলীর কর্মক্ষমতা বাড়ায় আদা চা খাবার হজম করে পাকস্থলীর পরিপাক-প্রক্রিয়া উন্নত করতে সহায়তা করে। প্রয়োজনের অতিরিক্ত খাবার খেয়ে পেট ফুলিয়ে ফেলেছেন? চিন্তা নেই। চটপট এক কাপ আদা চা পান করুন। স্বস্তি পাবেন। শরীরের প্রদাহ কমায় আদাতে ভিটামিন সি, ম্যাগনেশিয়ামসহ মানবদেহের জন্য গুরুত্বপূর্ণ অনেকগুলো খনিজ উপাদান উচ্চমাত্রায় রয়েছে। এগুলো একই সঙ্গে ব্যথানাশক হিসেবেও কাজ করে। তাই পেশি ও জয়েন্টের ব্যথা কমানোর জন্য এটি একটি উত্কৃষ্ট ঘরোয়া উপাদান। আদার চা পানের পাশাপাশি ব্যথা কমাতে এটি জয়েন্টে লাগাতেও পারেন। শ্বাসতন্ত্রের রোগ মোকাবিলা করে সাধারণ ঠান্ডা, সর্দি-কাশি নিরাময়ে আদা যে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে তা কম বেশি সবারই জানা। অ্যালার্জিজনিত কারণে শ্বাসতন্ত্রের সমস্যা বোধ করলে, আদার চা পানে সুফল পেতে পারেন। রক্ত সঞ্চালন বাড়ায় আদাতে ভিটামিন, খনিজ ও অ্যামাইনো অ্যাসিড রয়েছে। এটি রক্ত সঞ্চালন-প্রক্রিয়া উন্নত করে হূত্যন্ত্রকে সুস্থ রাখে। পাশাপাশি আদার রস ধমনিতে চর্বি জমতে বাধা দেয়। ফলে প্রতিদিন আদা চা পান করলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমবে। ঋতুচক্রের ফলে সৃষ্ট প্রদাহ লাঘব করে যেসব নারী ঋতুচক্রের সময় শারীরিক যন্ত্রণায় ভোগেন, আদা তাঁদের জন্য অত্যন্ত উপকারী একটি উপাদান। আদা মিশ্রিত গরম চায়ে তোয়ালে ভিজিয়ে নিংড়ে নিন। এরপর তলপেটে সেঁকা দিন। এটি আপনার ব্যথা কমাবে এবং আপনার মাংসপেশিকে আরাম দেবে। এর পাশাপাশি মধু মিশিয়ে এক কাপ আদা চা পান করলে আরও ভালো ফল পাবেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আদাতে উচ্চমাত্রায় অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। তাই এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। মানসিক চাপ কমায় আদার তীব্র নির্যাস মানসিক চাপ ও উত্তেজনা হ্রাস করতে সহায়তা করে। আদা-চা খাওয়া যাদের জন্য মারাত্মক ঝুকি আদার কুচি দিয়ে চা পান করতে পছন্দ করেন অনেকেই। কিন্তু আপনি জানেন কি, আদা চা খাওয়া আপনার সাস্থ্যের জন্য উপযোগী কি না। বিশেষজ্ঞরা বলছেন, সবার আদা চা পান করা উচিত নয়। এক বিশেষজ্ঞের বরাতে জানা যায়, সাত ধরনের মানুষের আদা চা পান করা উচিত নয়।  তাহলে দেরী না করে চলুন জেনে নিই- ১।  আদা খাওয়ার ফলে শরীর গরম হয়। তাই দিনে দু’কাপের বেশি আদা চা পান করা উচিত নয়। এর ফলে ফুসফুস এবং অন্ত্রের ক্ষতি হতে পারে। ২।  যাঁদের অ্যালার্জি আছে, তাঁদের আদা চা পান করা উচিত নয়।  এর ফলে সমস্যা বাড়তে পারে। ৩।  সন্তানসম্ভবা বা স্তন্যপান করাচ্ছেন যাঁরা, এমন মহিলারা আদা চা পান করার আগে চিকিৎসক অথবা বিশেষজ্ঞের পরামর্শ নিন। ৪।  অ্যাসিডিটির সমস্যা থাকলে আদা চা পান করা উচিত নয়।  কারণ, এর ফলে পেটে অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। ৫।  আদা চা পান করার ফলে হাড় দুর্বল হতে পারে।  এর ফলে শরীরে জয়েন্ট পেনের সমস্যা বাড়তে পারে।  আদা চায়ের মধ্যে থাকা অতিরিক্ত অ্যান্টি-অক্সিডেন্টস থেকে মাংসপেশির ব্যথাও বাড়তে পারে। ৬।  যাঁদের ব্লাড সুগার আছে, তাঁরাও আদা চা এড়িয়ে চলুন।  কারণ আদা চা পান করলে ব্লাগ সুগার লেভেলের ভারসাম্য নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। ৭।  ঋতুস্রাবের সময়ে আদা চা পান করলে মহিলাদের সমস্যা বাড়তে পারে।  কারণ, আদা চায়ে শরীর আরও গরম হয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat