×
ব্রেকিং নিউজ :
স্মার্ট চট্টগ্রাম সিটি গড়তে আমেরিকান প্রতিষ্ঠানের সাথে চসিকের সমঝোতা ঝিনাইদহে টিসিবির পণ্য বিক্রি শুরু জাতির পিতার সমাধিতে লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা শরীয়তপুরে প্রত্যাগত অভিবাসীদের পুনঃ একত্রিকরণ শীর্ষক সেমিনার টাঙ্গাইলে এসএসসিতে জিপিএ-৫ পেলো জমজ দুইবোন বাংলাদেশের এমএসএমই, নারী উদ্যোক্তাদের জন্য ৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ ঘোষণা যুক্তরাজ্যের স্পিকারের নেতৃত্বে আজ জেনেভা যাচ্ছে সংসদীয় প্রতিনিধিদল ডোনাল্ড ল্যু নিজ দেশের এজেন্ডা বাস্তবায়নে আলোচনা করতে এসেছেন: ওবায়দুল কাদের আন্তর্জাতিক ইসরায়েলি লবির সাথে যুক্ত হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী হজযাত্রীদের নিকট হতে কুরবানির টাকা নেয়ায় মন্ত্রণালয়ের সতর্কতা
  • প্রকাশিত : ২০১৯-০৯-২১
  • ৩৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি সফিকুল ১০ দিনের রিমান্ডে

কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি সফিকুল আলম ফিরোজকে আজ পৃথক মামলায় ১০ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক দ্রব্য আইনে দায়ের করা পৃথক মামলায় ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার ধানমন্ডি থানা পুলিশ তাকে আদালতে হাজির করে দুটি মামলায় তার বিরুদ্ধে মোট ২০ দিনের রিমান্ডের আবেদন জানালে শুনানী শেষে ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার অস্ত্র মামলায় পাঁচ দিনের ও মাদক দ্রব্য মামলায় পাঁচ দিনের মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।আদালতে জমা দেওয়া পুলিশের প্রতিবেদন থেকে জানা যায়, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিরোজ জানায়, তার ক্লাবে অপরাধীরা অবাধে আসা-যাওয়া করতো, অপরাধীদের জন্য তার ক্লাব অনেকটা নিরাপদ আশ্রয়স্থল ছিল। সেখানে সন্ত্রাসীরা অবৈধ অস্ত্র দিয়ে লোকদের হুমকি দিতো বলেও তিনি স্বীকার করেছেন। তিনি ক্লাবে ইয়াবা কেনা বেচা করতেন বলেও জানা যায়। এলিট ফোর্স র‌্যাব সদস্যরা ফিরোজের কাছ থেকে নতুন ধরণের ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। হলুদ রঙের এসব ইয়াবার কোনও গন্ধ নেই, এটি র‌্যাবের জন্য একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার।
শুক্রবার দুপুরে র‌্যাব সদস্যরা শফিকুল আলম ফিরোজকে আটক করে এবং পরে সন্ধ্যায় কলাবাগান ক্রীরা চক্র ক্লাবে অভিযান চালায়। কলাবাগান ক্রীড়াচক্রে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট, অস্ত্র ও জুয়া খেলার বিপুল সরঞ্জামও উদ্ধার করা হয়। ক্লাব থেকে তিনটি গুলিসহ একটি বিদেশি তৈরি পিস্তল উদ্ধার করা হয়। এছাড়া ক্লাব থেকে মূদ্রা, ক্যাসিনোতে ব্যবহৃত বেশকিছু স্কোরকার্ড, ৫৭২ প্যাকেট খেলার কার্ড উদ্ধার করা হয়।
আজ শনিবার সকালে সফিকুলের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে ধানমন্ডি থানায় দুটি মামলা দায়ের করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat