×
ব্রেকিং নিউজ :
স্মার্ট চট্টগ্রাম সিটি গড়তে আমেরিকান প্রতিষ্ঠানের সাথে চসিকের সমঝোতা ঝিনাইদহে টিসিবির পণ্য বিক্রি শুরু জাতির পিতার সমাধিতে লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা শরীয়তপুরে প্রত্যাগত অভিবাসীদের পুনঃ একত্রিকরণ শীর্ষক সেমিনার টাঙ্গাইলে এসএসসিতে জিপিএ-৫ পেলো জমজ দুইবোন বাংলাদেশের এমএসএমই, নারী উদ্যোক্তাদের জন্য ৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ ঘোষণা যুক্তরাজ্যের স্পিকারের নেতৃত্বে আজ জেনেভা যাচ্ছে সংসদীয় প্রতিনিধিদল ডোনাল্ড ল্যু নিজ দেশের এজেন্ডা বাস্তবায়নে আলোচনা করতে এসেছেন: ওবায়দুল কাদের আন্তর্জাতিক ইসরায়েলি লবির সাথে যুক্ত হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী হজযাত্রীদের নিকট হতে কুরবানির টাকা নেয়ায় মন্ত্রণালয়ের সতর্কতা
  • প্রকাশিত : ২০১৯-০৯-২৪
  • ৩৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আমরা ফেবারিট,অধিনায়ক রশিদ খান

পরিসংখ্যানও রশিদ খানের পক্ষেই কথা বলবে। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ এ পর্যন্ত ৬টি টি-টোয়েন্টি খেলেছে। প্রথম ও সর্বশেষ ম্যাচ দুটিতে বাংলাদেশ জিতেছে। কিন্তু ভেতরের চারটি ম্যাচেই জয় আফগানিস্তানের। ফলে আজকের ফাইনালে তারা নিজেদের ফেবারিট ভাবতেই পারে। আর সেটাই বলছেন, দলটির অধিনায়ক রশিদ খান।আজকের ফাইনালে ইনজুরিতে থাকা রশিদ খেলতে পারবেন কি না, সেটা এখনো নিশ্চিত নয়। তবে তিনি মনে করেন, আফগানিস্তানের যে দলই আজ খেলুক, ফেবারিট আফগানিস্তান।

নিজেদের ফেবারিট মনে করার কারণ বলতে গিয়ে এই লেগস্পিনার বলছিলেন, ‘আমার তাই মনে হয় (আমরা ফেবারিট)। বিশেষ করে টি-টোয়েন্টিতে গত তিন-চার বছর ধরে যেভাবে আমরা ক্রিকেট খেলছি। আমরা যদি নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে পারি বিশ্বের যে কোনো দলকেই হারাতে পারি। আমার মনে হয় আমাদের সেই দল এবং মেধা আছে। আমাদের শুধু সুস্থির থেকে পারফর্ম করতে হবে।’

তবে আফগানিস্তানের এই সময়ের বড়ো জয়গুলো বেশিরভাগই এসেছে এই রশিদ খানের স্পিনে ভর করে। কিন্তু সেই দলটির সেরা তুরুপের তাস আজকের ম্যাচে অনেকটাই অনিশ্চিত। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া রশিদ বলছিলেন, তিনি আশা করছেন, খেলতে পারবেন, ‘এই মুহূর্তে কিছুই বলতে পারছি না। আজ এবং কাল এটা নিয়ে কিছু কাজ করেছি। আশা করছি এটা কার্যকর হবে। কি ঘটে আমরা দেখব এবং আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

তিনি খেলতে না পারলেও আফগানিস্তানের হাতে ভালো বিকল্প আছে বলেই রশিদ মনে করেন। বিকল্পগুলো উল্লেখ করেই তিনি বললেন, ‘আমাদের বিকল্প আছে। আমাদের মুজিব, নবি ও বাঁহাতি স্পিনার এবং ভালো অলরাউন্ডার শরাফ আছে। আমার মনে হয় না কিছু সমস্যা হবে।’

তবে রশিদ বলেছেন, সামান্য সুস্থ হলেও তিনি মাঠে নামবেন। আগের ম্যাচে ইনজুরি নিয়েই মাঠে ফিরে গিয়েছিলেন। সেই কারণ বলতে গিয়ে রশিদ বলছিলেন, ‘এর পেছনে মূল কারণ ছিল নিশ্চিত হওয়া যে আমি বোলিং করতে পারব কি পারব না। ফিজিও এবং কোচ চাননি আমাকে যেতে দিতে। কিন্তু আমিই ‘হ্যাঁ’ বলেছি। আমি নিশ্চিত করতে চাইছিলাম যে ইনজুরিটা হয় আরো বেশি হবে কিংবা পরবর্তী খেলার আগে উন্নতির দিকে যাবে। দুই ওভার বোলিং করলাম, ভালোই লাগলো। এরপর ফিল্ডিংয়ে আমার কিছু সমস্যায় পড়তে হয়েছে যা এটার পরিস্থিতি আরো খারাপের দিকে নিয়ে গেছে। এখন আমার আশা মঙ্গলবারের মধ্যে ঠিকঠাক হয়ে যাবে।’

রশিদ বলছিলেন, তারা যে কোনো অবস্থায় সেরা খেলাটা উপহার দেওয়ার জন্য প্রস্তুত আছেন। সে জন্য উইকেট নিয়েও ভাবছেন না তারা। স্পিন সহায়ক হোক বা নাই হোক, তারা লড়াই করতে প্রস্তুত, ‘আমরা যে কোনো ধরনের উইকেটে খেলতে প্রস্তুত। এটা টার্নিং হোক কিংবা ফ্ল্যাট। আমরা গত দুই ম্যাচ ফ্ল্যাট উইকেটে খেলেছি। সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে আমরা কীভাবে নিজেদের মানিয়ে নিয়ে পারফর্ম করতে পারছি। আর এ বিষয়টার দিকেই আমরা মনোযোগ দিচ্ছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat