×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০২০-১২-২১
  • ৭৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় কলেজ ও কৃষি জমির পাশে গড়ে ওঠা অবৈধ ৩টি ইটভাটা ভেঙে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
আজ লোহাগাড়ার আমিরাবাদ ও কলাউজান এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় এসব ইটভাটার পরবর্তী কার্যক্রম বন্ধ রাখারও নির্দেশ দেয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে উপজেলার বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ সংলগ্ন বিএবি ইটভাটা, কলাউজান কেবিকে ইটভাটা ও পিএসবি ইটভাটাকে অবৈধভাবে গড়ে তোলার অভিযোগে এই তিনটি প্রতিষ্ঠানকে ভেঙে দেয়া হয়।
অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোয়াজ্জেম হোসেন, চট্টগ্রাম ডিভিশনাল ল্যাবরেটরি ডিরেক্টর মোহাম্মদ নুরু উল্লাহ্ নুরী, চট্টগ্রাম জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক, র‌্যাব-৭ এর সহকারি পরিচালক এএসপি নূরুল আবছার।
এছাড়া সাতাকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. জুলহাস উদ্দিন, পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আফজাল, উপ-পরিচালক জমির উদ্দিন, পরিদর্শক হারুনুরশীদ, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারিসহ র‌্যাব, পুলিশ, ফায়ার সার্ভিসের বিপুল সংখ্যক সদস্য অভিযানে উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোয়াজ্জেম হোসেন জানান, হাইকোর্টের নির্দেশে এসব ইটভাটায় অভিযান চালিয়ে ভেঙে দেয়া হয়েছে। লোহাগাড়ায় এরকম ৪৪টি অবৈধ ইটভাটা রয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat