×
ব্রেকিং নিউজ :
রাঙ্গুনিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে চুয়েটের দুই শিক্ষার্থী নিহত এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠিত লালমনিরহাট দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বঙ্গবন্ধুর সমাধিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিচালকের শ্রদ্ধা জয়পুরহাট রেলের ৭২০০ স্কয়ার ফিট জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারিত্ব গঠন: প্রধানমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে কিরগিজস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ আনু মুহাম্মদের চিকিৎসায় প্রধানমন্ত্রী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন: স্বাস্থ্যমন্ত্রী এডিসের লার্ভা পেলে জেল ও জরিমানা করা হবে: ডিএনসিসি মেয়র ন্যাপ এক্সপো-২০২৪ উদ্বোধন প্রধানমন্ত্রীর
  • প্রকাশিত : ২০২০-১২-৩০
  • ৬৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আমাদের দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার বার ষড়যন্ত্রের শিকার হয়েছেন। আমরা যখন গণতন্ত্র চর্চা করতে বিজয় দিবস পালন করছি, তখন বিএনপি-জামায়াত, রাজাকারের অনুসারীরা দেশের গণতন্ত্রকে বিতর্ক করার চেষ্টায় লিপ্ত। তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না। কারণ সকল ষড়যন্ত্র প্রতিহত করতে জানেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা।
আজ বুধবার বিকালে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত গণতন্ত্রের বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
করোনাকালীন সময়ে স্বেচ্ছাসেবক লীগের কর্মকান্ডের প্রশংসা করে যুবলীগের সাবেক চেয়ারম্যান নানক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে সকল প্রতিকূল পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা সব সময় মানুষের পাশে ছিল। মহামারি করোনার সময় দেশে যখন লকডাউন শুরু হয়, তখন শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগের নেতারা অসহায় মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছেন। মানুষ যেন ক্ষতির সম্মুখীন না হয়, সেই বিষয়ে সার্বক্ষণিক নির্দেশনা ও পরামর্শ দিয়েছেন শেখ হাসিনা।
তিনি বলেন, পরবর্তীতে লকডাউন খুলে দিয়ে প্রধানমন্ত্রী অর্থনৈতিক মুক্তি এবং জীবন বাঁচাতে বেশ কিছু নিয়ম-নির্দেশনা প্রদান করেন। তবে মহামারি করোনা সংকটে মানুষের পাশে দাঁড়াতে গিয়ে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের অনেক নেতার নিজের জীবন বিসর্জন দিতে হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আজকে গণতন্ত্রের মানস কন্যা শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের বিজয় দিবস পালন করছি আমরা। কোন ষড়যন্ত্র আমরা এই বাংলার মাটিতে হতে দিবো না। কোন অপশক্তি এই গণতন্ত্রকে নস্যাৎ করতে পারবে না।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ’র সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি দেবাশীষ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম বিটু, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat