×
ব্রেকিং নিউজ :
ঝালকাঠিতে দুর্ঘটনাস্থল পরিদর্শন করলেন আমির হোসেন আমু আওয়ামী লীগের মন্ত্রী-এমপি’র আত্মীয়-স্বজন উপজেলা নির্বাচনে অংশ নিতে পারবে না সিনেমা-টিভি খাতে বাংলাদেশ-ভারতের মধ্যে সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী স্বনির্ভর দেশ গড়তে প্রাণি সম্পদের উৎপাদন বাড়াতে হবে : এনামুল হক শামীম জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অর্থ পেতে বিসিডিপি গঠন করবে সরকার : পরিবেশমন্ত্রী শিপ রিসাইক্লিং শিল্পে কমপ্লায়েন্স নিশ্চিতকরণে শিল্প সচিব ও যুক্তরাজ্যে নিযুক্ত হাইকমিশনারের আলোচনা বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল কাদের ৫০ বছরে বাংলাদেশের সফলতা চোখে পড়ার মতো : রেহমান সোবহান শহীদ ও মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানি বৃদ্ধির প্রস্তাব সরকারের বিবেচনাধীন বোতলজাত সয়াবিনের দাম বাড়লো ৪ টাকা, খোলা তেল কমেছে ২ টাকা
  • প্রকাশিত : ২০২১-০৩-০২
  • ৭৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

‘বয়স যদি আঠার বছর হয়-ভোটার হতে দেরি নয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ভোটার দিবস-২০২১ আজ দেশের অন্যান্য স্থানের মতো খুলনায়ও যথাযথভাবে পালিত হয়েছে। গণতন্ত্র, নির্বাচন এবং ভোটাধিকার বিষয়ে তরুণদের মাঝে সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই দিবসটি পালন করা হয়।
এ দিন খুলনা আঞ্চলিক নির্বাচন কমিশনের কার্যালয় করোনাভাইরাস মহামারী পরিস্থিতির কারণে সীমিত পরিসরে আলোচনাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা, ছাত্র, তরুণ, এনজিওর প্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক, পেশাদার ও মানবাধিকার সংগঠন, সুশীল সমাজের সদস্যরা এই আলোচনায় অংশগ্রহণ করেন। খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক আঞ্চলিক নির্বাচন কমিশনারের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কমিশনার মো. আব্দুস সালেক আলোচনায় সভাপতিত্ব করেন। বৈঠকে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) সুভাশ চন্দ্র সাহা, খুলনা মেট্রোপলিটন এডিশনাল পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা এম মাজহারুল ইসলাম।
মেয়র খালেক এই দিনটিকে সরকারের সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে আখ্যায়িত করেন। তিনি প্রত্যেক নতুন ভোটারের তালিকাভুক্তি নিশ্চিত এবং জনসচেতনতা সৃষ্টির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে প্রত্যেক ভোটার ভোট কেন্দ্রে এসে দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য ভোট দিতে পারে।
তরুণরা যাতে ভোটার হতে, তাদের ভোটাধিকার প্রয়োগ করে গণতান্ত্রিক সংস্কৃতিকে উৎসাহিত এবং গণতান্ত্রিক অধিকার জোরদার করতে পারে সেজন্য বক্তারা এই দিবসটি পালন করায় বর্তমান সরকারকে ধন্যবাদ জানায়। পরে কেসিসি মেয়র ১৮ বছর বয়সী নতুন ভোটারদের হাতে স্মার্ট এনআইডি কার্ড তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat