×
ব্রেকিং নিউজ :
রাঙ্গামাটির বিলাইছড়িতে অগ্নিকান্ডে পুড়ে গেছে ৬টি বসতঘর ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু চাঁদপুর লঞ্চঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ বগুড়ায় নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা মূলক কর্মশালা দিনাজপুরের দৃষ্টিনন্দন দিঘী রামসাগর নারায়ণগঞ্জে ইকোনোমিক জোন পরিদর্শনে ভুটানের রাজা জাতির জন্য বিএনপি-জামায়াত অভিশাপ: নাছিম জলবায়ু-সহনশীল দেশ গড়তে নারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ : পরিবেশমন্ত্রী ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ প্রদান অব্যাহত থাকবে: ত্রাণ প্রতিমন্ত্রী বিএনপি সুপরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের আদর্শ ও মূল্যবোধ নস্যাৎ করতে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে : ওবায়দুল কাদের
  • প্রকাশিত : ২০২১-০৫-২৫
  • ৬৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘ প্রধান অ্যান্তোনিও গুতেরেস সোমবার মালির বেসামরিক নেতাদের মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছেন। সরকারি রদবদল নিয়ে সামরিক কর্মকর্তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা দেখা দেয়ায় প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে রাজধানীর বাইরের একটি সেনা ক্যাম্পে আটক রাখার পর তিনি এমন আহ্বান জানালেন। খবর এএফপি’র।
গুতেরেস টুইটার বার্তায় বলেন, ‘মালির অন্তবর্তী বেসামরিক নেতাদের আটক রাখার খবরে আমি গভীরভাবে উদ্বিগ্ন। আমি সকলকে শান্ত থাকার এবং তাদেরকে বিনা শর্তে মুক্তি দেয়ার আহ্বান জানাচ্ছি।’
প্রেসিডেন্ট বাহ নদাউও প্রধানমন্ত্রী মোক্তার কুয়ানি মালির একটি অন্তবর্তী সরকারের নেতৃত্ব দিচ্ছেন। আর এই সরকার বৈপ্লবিক অভ্যুত্থানের আঞ্চলিক নিষেধাজ্ঞার হুমকির প্রেক্ষিতে গঠন করা হয়। এদিকে সোমবার বেসামরিক নেতাদের বন্দি করায় দ্বিতীয় সামরিক অভ্যুত্থানের আশংকা দেখা দিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে সিনিয়র দুই কর্মকর্তা এএফপি’কে বলেন, সৈন্যরা নদাউ ও কুয়ানিকে আটক করে রাজধানী বামাকোর উপকণ্ঠে অবস্থিত কতি সামরিক ক্যাম্পে নিয়ে গেছে।
সোমবার সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দরবদলের পর তাদেরকে আটক করা হয়। অন্তবর্তী সরকারের ক্রমবর্ধমান সমালোচনার প্রেক্ষিতে এই রদবদল করা হয়।
সামরিক সরকার নিয়ন্ত্রিত আগের প্রশাসনে রদবদল করার সময় সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ বিভিন্ন পদ ধরে রাখে।
তবে দুই অভ্যুত্থান নেতা সাবেক প্রতিরক্ষা মন্ত্রী সাদিও কামারা ও সাবেক নিরাপত্তা মন্ত্রী কর্ণেল মোদিবো কোনিকে বদলি করা হয়।
অভ্যুত্থানের নেতা ও সেনা কর্মকর্তাদের এ সরকারের ওপর ব্যাপক প্রভাব থাকায় আগামী বছরের গোড়ার দিকে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
রাজধানী বামাকোতে ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে এ রদবদল করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat