×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০২১-০৫-২৮
  • ৪৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাম্যের বাণী বাঙালির জাতীয় জীবনে বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।
নতুন প্রজন্মের কাছে জাতীয় কবি নজরুলকে তুলে ধরতে বেশি-বেশি নজরুল চর্চা হওয়া উচিৎ এ কথা উল্লেখ তিনি এই লক্ষ্যে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়সহ কবি নজরুল ইনস্টিটিউটকে উদ্যোগী ভূমিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
মোস্তাফা জব্বার ১২২তম নজরুল জন্ম-জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার রাতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আয়োজিত এক ভার্চ্যূয়াল আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান।
এ সময় মন্ত্রী উল্লেখ করেন, ‘নজরুলের আদর্শ বঙ্গবন্ধু ধারণ করেছেন এবং বঙ্গবন্ধুর আদর্শ আমরা ধারণ করেছি বলেই বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে এ উপ-মহাদেশসহ বিশ^ব্যাপি পরিচিতি পেয়েছে।’
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে কবি পৌত্রী খিলখিল কাজী,নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মোহাম্মদ জাকীর হোসেন ও বিশ্ববিদ্যালয়ের নজরুল জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি প্রফেসর আহমেদুল বারী বক্তৃতা করেন।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, নজরুলের লেখা ‘গাহি সাম্যের গান কেবল একটি কবিতা নয়, এটি সমাজতান্ত্রিক সাম্যবাদী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রেরণা’। তাই বঙ্গবন্ধুর বাংলাদেশের কথা চিন্তা করলে নজরুলকে ভোলা যাবে না।
অনুষ্ঠানে বক্তার নজরুলে জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat