×
ব্রেকিং নিউজ :
নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির বিকল্প ব্যবস্থা হচ্ছে : বাণিজ্য প্রতিমন্ত্রী ড. ওয়াজেদ মিয়ার সমাধিতে রংপুরের বিভাগীয় কমিশনারের শ্রদ্ধা গোপালগঞ্জে গ্রাম পুলিশের 'বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স ' শুরু মারমাদের জল উৎসবের মধ্য দিয়ে সমাপ্ত হলো পাহাড়ের বৈসাবী উৎসব বরগুনায় সাংসদকে সংবর্ধনা ও মেয়র কাউন্সিলরদের অভিষেক বিদেশে কর্মী প্রেরণে রিক্রুটিং এজেন্সিকে মানবিক হওয়ার আহ্বান জানালেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী আলবার্টা পার্লামেন্টে বাংলা নববর্ষ উদযাপিত বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির কৃতি শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ : স্পিকার বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত রাউন্ডের খেলা ২০ এপ্রিল
  • প্রকাশিত : ২০২১-০৬-১৪
  • ৬৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তোরণের চ্যালেঞ্চ মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়েছেন।
সোমবার ঢাকায় বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এফবিসিসিআইয়ের নবনির্বাচিত সভাপতি মো. জসিম উদ্দিনের নেতৃত্বে ৪৫ সদসস্যের প্রতিনিধিদল বাণিজ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে আসলে তিনি এই আহ্বান জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন,‘সরকার এলডিসি উত্তোরণের চ্যালেঞ্জ মোকাবেলায় খাতভিত্তিক উপ-কমিটি গঠন করে প্রস্তুতি নিচ্ছে। সেখানে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রতিনিধিরা থাকবে। তাই গতানুগতিক কাজের বাইরে গিয়ে এফবিসিসিআইকে বাণিজ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে ভুমিকা রাখতে হবে। প্রস্তুতি নিতে হবে।’
টিপু মুনশি বলেন, সরকার বিভিন্ন দেশের সাথে বাণিজ্য সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে এফটিএ বা পিটিএ স্বাক্ষর করার চেষ্টা করছে। রপ্তানি বাণিজ্যে শুধু তৈরি পোশাক শিল্পের উপর নির্ভর করলে চলবে না। দেশের আইসিটি, চামড়া, প্লাষ্টিক, পাট ও পাটজাত পণ্য এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাতে রপ্তানি বৃদ্ধির বিপুল সম্ভাবনা রয়েছে,এ সুযোগ কাজে লাগাতে হবে। তিনি এসব খাতের রপ্তানি বাণিজ্যের সক্ষমতা বাড়াতে ব্যবসায়ীদের উদ্যোগ নেয়ার পরামর্শ দেন।
তিনি আরও বলেন, আগামী অর্থবছরে আমরা ৫০ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য ও সেবা রপ্তানি করতে চাই। এজন্য সরকার ব্যবসায়ীদের প্রণোদনার পাশাপাশি নানা ধরনের নীতি সহযোগিতা দিয়ে যাচ্ছে।
এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানান। এসময় ব্যবসায়ী নেতৃবৃন্দ এলডিসি উত্তোরণ ও এসডিজি অর্জনে সরকারকে আন্তরিকভাবে সহযোগিতা প্রদানের আশ^াস দেন। তারা নতুন নতুন রপ্তানি পণ্য সৃষ্টিতে উদ্যোগ গ্রহণ ও বাণিজ্য সুবিধা বাড়ানোর অনুরোধ করেন।
অনুষ্ঠানে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি এম এ মোমেন, এম এ রাজ্জাক খান প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat