×
ব্রেকিং নিউজ :
নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির বিকল্প ব্যবস্থা হচ্ছে : বাণিজ্য প্রতিমন্ত্রী ড. ওয়াজেদ মিয়ার সমাধিতে রংপুরের বিভাগীয় কমিশনারের শ্রদ্ধা গোপালগঞ্জে গ্রাম পুলিশের 'বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স ' শুরু মারমাদের জল উৎসবের মধ্য দিয়ে সমাপ্ত হলো পাহাড়ের বৈসাবী উৎসব বরগুনায় সাংসদকে সংবর্ধনা ও মেয়র কাউন্সিলরদের অভিষেক বিদেশে কর্মী প্রেরণে রিক্রুটিং এজেন্সিকে মানবিক হওয়ার আহ্বান জানালেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী আলবার্টা পার্লামেন্টে বাংলা নববর্ষ উদযাপিত বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির কৃতি শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ : স্পিকার বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত রাউন্ডের খেলা ২০ এপ্রিল
  • প্রকাশিত : ২০২১-০৭-০২
  • ৬০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় ৩০২ জন করোনায় আক্রান্ত হয়েছে যা করোনাকালে সর্বোচ্চ রেকর্ড।স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় কোভিড-১৯ বিষয়ক দৈনিক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগের চার জেলায় মোট ৮৭২ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আক্রান্ত হয়েছে আরো ৩০২ জন। এতে আক্রান্তের হার শতকরা ৩৪.৬৩ ভাগ। এর আগের দিন আক্রান্ত ছিলো ১৯৯ জন। আক্রান্তের হার ছিলো ২৯.০৯ ভাগ। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে চার জেলার মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ সংখ্যক ২১৫ জন আক্রান্ত হয়। এ ছাড়া সুনামগঞ্জে ১০, হবিগঞ্জে ২৫ ও মৌলভীবাজারে ৫২ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ২৮৩ জনে। এর মধ্যে সিলেট জেলায় ১৭ হাজার ৪০৯ জন, সুনামগঞ্জে ৩ হাজার ১৬ জন, হবিগঞ্জে ২ হাজার ৭৮১ ও মৌলভীবাজার জেলায় ৩ হাজার ৭৭ জন রয়েছেন। গত ২৪ ঘন্টায় ২ জন মারা গেছে। দ’ুজনেই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে চার জেলায় মোট মারা গেছে ৪৮০ জন। এর মধ্যে সিলেট জেলার ৩৯৩, সুনামগঞ্জের ৩৩, হবিগঞ্জের ১৯ ও মৌলভীবাজার জেলার ৩৫ জন। এ দিকে সিলেট বিভাগের চার জেলায় ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছে ১০৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ৮২, সুনামগঞ্জে ২ ও মৌলভীবাজার জেলার ২১ জন রয়েছেন। এ পর্যন্ত সিলেট বিভাগে মোট সুস্থ হয়েছে ২৩ হাজার ৭৭৭ জন। এর মধ্যে সিলেট জেলার ১৬ হাজার ১৫২ সুনামগঞ্জে ২ হাজার ৮৩০,হবিগঞ্জে ২ হাজার ১১০ ও মৌলভীবাজার জেলার ২ হাজার ৬৮৫ জন রয়েছেন। অন্যদিকে সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছে আরও ২১ জন। এ নিয়ে বর্তমানে সিলেট বিভাগে মোট ৩৭১ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যার মধ্যে সিলেট জেলায় ৩৪৫, সুনামগঞ্জে ৬, হবিগঞ্জে ২ ও মৌলভীবাজার জেলায় ১৮ জন। অপরদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও ১৫২ জনকে নতুন করে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এর মধ্যে সিলেটের ১৪৮ ও মৌলভীবাজারের ৪ জন রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে বর্তমানে মোট হোম কোয়ারেন্টাইনে আছেন ৭২৩ জন। এর মধ্যে সিলেট জেলার ৬৭৮ ও মৌলভীবাজারের ৪৫ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat