×
ব্রেকিং নিউজ :
শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহবান আইজিপির নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে ২৫ তম বিসিএস ফোরামের শ্রদ্ধা ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানের প্রতি পর্যটনমন্ত্রীর নির্দেশ জাতির পিতার সমাধিতে অগ্রণী ব্যাংকের দুই ডিএমডির শ্রদ্ধা সরকার হজযাত্রীদের সর্বোত্তম সেবা দিতে বদ্ধপরিকর : ধর্মমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা তৃণমুল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছেন : হুইপ ইকবালুর রহিম উপজেলা নির্বাচনের সময় আওয়ামী লীগের সম্মেলন ও কমিটি গঠন বন্ধ থাকবে : ওবায়দুল কাদের কাল থেকে নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট : তীব্র গরমে আইনজীবীদের গাউন পরতে হবে না তাপদাহের কার সব স্কুল-কলেজ ৭ দিন বন্ধ
  • প্রকাশিত : ২০২১-০৮-১০
  • ৫৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় ১০ ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন ৮৭৯ জনের নমুনায় জীবাণু শনাক্ত হয়। সংক্রমণ হার ২৯ দশমিক ৩৩ শতাংশ।
আজ সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এন্টিজেন টেস্ট, কক্সবাজার মেডিক্যাল কলেজ ও দশটি ল্যাবে গতকাল সোমবার চট্টগ্রামের ২ হাজার ৯৯৭ জনের নমুনা পরীক্ষা করে নতুন ৮৭৯ জন পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে শহরের বাসিন্দা ৬২৬ জন ও ১৪ উপজেলার ২৫৩ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ হাটহাজারীতে ৮০ জন, রাউজানে ৬৫ জন, রাঙ্গুনিয়ায় ২৫ জন, পটিয়ায় ২১ জন, সীতাকুন্ডে ১৯ জন, ফটিকছড়িতে ১০ জন, মিরসরাইয়ে ৯ জন, সাতকানিয়ায় ৭ জন, আনোয়ারায় ৬ জন, বোয়ালখালী ও বাঁশখালীতে ৪ জন করে এবং লোহাগাড়া, চন্দনাইশ ও সন্দ্বীপে ১ জন করে রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ৯১ হাজার ৯০৭ জন। সংক্রমিতদের মধ্যে শহরের বাসিন্দা ৬৭ হাজার ৮৯৪ জন ও গ্রামের ২৪ হাজার ১৩ জন।
গতকাল করোনায় শহরের ও গ্রামের ৫ জন করে মারা যান। ফলে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৮২ জন হয়েছে। এতে শহরের বাসিন্দা ৬৩১ জন ও গ্রামের ৪৫১ জন। ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, গতকাল সবচেয়ে বেশি নমুনা পরীক্ষা হয়েছে ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে। এখানে ৫৫৬ টি নমুনা পরীক্ষায় শহরের ১১৯ ও গ্রামের ২২ টিতে ভাইরাস পাওয়া যায়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪২৪ জনের নমুনার মধ্যে গ্রামের ৭ জনসহ ১৩৭ জন আক্রান্ত শনাক্ত হন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৩৪০ জনের নমুনা পরীক্ষা করা হলে শহরের ৬৪ ও গ্রামের ৬৪ জন জীবাণুবাহক চিহ্নিত হন। ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৬৩ টি নমুনার মধ্যে শহরের ৩৮ ও গ্রামের ৭১ টিতে করোনার জীবাণুর উপস্থিতি মেলে। নমুনা সংগ্রহের বিভিন্ন কেন্দ্রে ৫৩০ জনের এন্টিজেন টেস্টে শহরের ৪৯ ও গ্রামের ৬৫ জন সংক্রমিত বলে জানানো হয়। নগরীর একমাত্র বিশেষায়িত কোভিড চিকিৎসা কেন্দ্র আন্দরকিল¬া জেনারেল হাসপাতালের আরটিআরএল-এ পরীক্ষিত ২৪ টি নমুনায় ১৬ টির পজিটিভ রেজাল্ট আসে। এরা সবাই শহরের বাসিন্দা।
বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরনে ৩৮২ টি নমুনা পরীক্ষা হলে গ্রামের ৫ টিসহ ৮৩ টি, ইম্পেরিয়াল হাসপাতালে ১৫৪ টি নমুনার মধ্যে গ্রামের ৪ টিসহ ৩৬ টি, মা ও শিশু হাসপাতালে ৬২ টি নমুনায় গ্রামের ৪ টিসহ ২২ টি, মেডিকেল সেন্টারে ৫৯ টি নমুনা পরীক্ষায় গ্রামের একটিসহ ২৪ টি এবং এপিক হেলথ কেয়ারে ১৮২ টি নমুনায় শহরের ৫৯ ও গ্রামের ১০ টিতে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়।
এদিন চট্টগ্রামের ২১ জনের নমুনা কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে পাঠানো হয়। পরীক্ষায় সবগুলোরই ফলাফল নেগেটিভ  আসে। ল্যাবভিত্তিক রিপোর্ট বিশে¬ষণে বিআইটিআইডি’তে ২৫ দশমিক ৩৬ শতাংশ, চমেকে ৩২ দশমিক ৩১, চবিতে ৩৭ দশমিক ৬৪, সিভাসু’তে ৪১ দশমিক ৪৪, এন্টিজেন টেস্ট ২১ দশমিক ৫১, আরটিআরএলে ৬৬ দশমিক ৬৬, শেভরনে ২১ দশমিক ৭৩, ইম্পেরিয়াল হাসপাতালে ২৩ দশমিক ৩৭, মা ও শিশু হাসপাতালে ৩৫ দশমিক ৪৮, মেডিকেল সেন্টারে ৪০ দশমিক ৬৮, এপিক হেলথ কেয়ারে ৩৭ দশমিক ৯১ এবং কক্সবাজার মেডিকেলে ০ শতাংশ সংক্রমণ হার নির্ণিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat