×
ব্রেকিং নিউজ :
রেমিট্যান্স প্রেরণকারীদের স্মার্ট কার্ড প্রদানের সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় স্থায়ী কমিটি এভিয়েশন শিল্পের উন্নয়নে সহযোগিতা করতে চায় যুক্তরাজ্য চতুর্থ শিল্প বিপ্লবের সুফল দিতে সরকার নতুন প্রযুক্তি নিয়ে আসছে : শিক্ষা প্রতিমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের প্রাদেশিক কংগ্রেসের ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ নির্মাণাধীন ভবনে লার্ভা পেলে নির্মাণ কাজ বন্ধ করা হবে : মেয়র তাপস বাংলাদেশে বিনিয়োগ করতে মরিশাসের প্রতি আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কক্সবাজারে ভোটার তালিকায় থাকা রোহিঙ্গাদের তালিকা চেয়ে হাইকোর্ট আদেশ মন্ত্রী-এমপি’র স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের
  • প্রকাশিত : ২০২১-০৯-১৫
  • ৩৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, আগামী ডিসেম্বর থেকে জানুয়ারী মাসের মধ্যেই ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশ করা হবে ।
তিনি আজ মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে ড্যাপের উল্লেখিত ভূমি ব্যবহারের শ্রেণী পরিবর্তন সংক্রান্ত আবেদনসমূহ যাচাই-বাছাই করে মন্ত্রীসভা কমিটির কাছে সুপারিশ করার লক্ষ্যে গঠিত কারিগরি কমিটির সভায় এ কথা জানান।
ড্যাপ বাস্তবায়ন কমিটির আহবায়ক তাজুল ইসলাম বলেন, “ড্যাপ চূড়ান্ত করার লক্ষ্যে ইতোমধ্যে নগর পরিকল্পনাবিদ, স্থাপত্যবিদ, রিহ্যাব ও বিএলডিএ সহ বিভিন্ন স্টেকহোল্ডার এবং ড্যাপের সঙ্গে সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত ও পরামর্শ নেওয়া হয়েছে।”
তিনি বলেন, করোনাভাইরাস মহামারির কারণে ইচ্ছা থাকা সত্বেও মন্ত্রীসভার বৈঠকে আলোচনা করতে না পরলেও বিভিন্ন সময়ে ছোট করে অনেক সভা করেছি। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আবারো কাজ শুরু করেছি।
মন্ত্রী বলেন, ড্যাপ চূড়ান্ত করে গেজেট প্রকাশ করার প্রক্রিয়া চলমান আছে। আগামী ডিসেম্বর ও জানুয়ারী মাসের মধ্যেই ড্যাপের কাজ চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশ করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
তাজুল বলেন, ঢাকা মহানগরীতে সঠিক পরিকল্পনা ছাড়াই বিধিবহির্ভূতভাবে অনেক অবকাঠামো নির্মাণ করা হয়েছে, যা রাজধানীর সৌন্দর্য মলিন করে দিয়েছে।
তিনি বলেন, এই মহানগরীতে নকশা অনুযায়ী ভবন নির্মাণ করা হয় না। আবার সরকারী খাল-বিল দখল করে বড় বড় ভবন নির্মাণ করা হয়। কোনভাবেই তা মেনে নেওয়া যায় না।
মন্ত্রী বলেন, নকশা ও বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ করতে হবে। ভবন নির্মাণে প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের সবচেয়ে বেশি সচেতন থাকতে হবে।
তিনি আরো বলেন, ঢাকা মহানগরীকে আধুনিক ও দৃষ্টিনন্দন করে গড়ে তোলার জন্য যে সকল বিষয় আমলে নেওয়া দরকার পর্যালোচনা করে সেগুলোকে ড্যাপের অন্তর্ভূক্ত করা হয়েছে। ড্যাপ বাস্তবায়িত হলে ঢাকায় অনেক পরিবর্তন আসবে।
তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লাহ খন্দকার, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান ও ড্যাপের প্রকল্প পরিচালক আশরাফুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat