×
ব্রেকিং নিউজ :
জাতির পিতার সমাধিতে রেলওয়ের নবনিযুক্ত মহাপরিচালকের শ্রদ্ধা শিশু হাসপাতালের আগুন সম্পূর্ণ নির্বাপন নওগাঁয় কৃষিকলীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত তেহরানের ২টি বিমানবন্দরে আবারো ফ্লাইট চালু জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস-এর মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক প্রধানমন্ত্রী ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন: অর্থমন্ত্রী রাঙ্গামাটিতে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাশের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক পরলোকে জাতীয় পতাকার অন্যতম নকশাকার শিব নারায়ন দাশ জাতিসংঘে ফিলিস্তিনের সদস্য পদের বিরুদ্ধে মার্কিন ভেটোর নিন্দা হামাসের
  • প্রকাশিত : ২০২১-১১-১২
  • ৯৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে সিলেট বিভাগের ৪ জেলার ৭ উপজেলার ৪৪ ইউনিয়নের উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।দু’একটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই ভোটারগনের ব্যাপক উপস্থিতিতে গতকাল (১১ নভেম্বর) ভোট গ্রহণ সম্পন্ন হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতির হার ছিল ৭০-৮০ শতাংশ। ভোট কেন্দ্রগুলোতে ছিল উৎসবমুখর পরিবেশ।
স্ব স্ব উপজেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে যারা নির্বাচিত হয়েছেন এরমধ্যে সিলেট বিভাগে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ১৯টিতে, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ১০, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা ১০টি, স্বতন্ত্র প্রার্থী জামায়াত ২ ও একটিতে খেলাফত মজলিস এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। অন্যদিকে হবিগঞ্জের আজমিরীগঞ্জের একটি ইউনিয়নের ফলাফল স্থগিত রাখা হয়েছে।
সিলেট সদর: সিলেট জেলার ৩ উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে সদরে আওয়ামী লীগ ২, স্বতন্ত্র জামায়াত ১ ও খেলাফত মজলিস ১ প্রার্থী নির্বাচিত হয়েছেন। উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে মোগলগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান হিরণ মিয়া, কান্দিগাঁওয়ে জামায়াত নেতা আবদুল মনাফ, জালালাবাদে আওয়ামী লীগের ওবায়দুল্লাহ ইসহাক ও হাটখোলায় খেলাফত মজলিসের মাওলানা রফিকুজ্জামান বিজয়ী হয়েছেন। কোম্পানীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ ২, আওয়ামী লীগ বিদ্রোহী ১, স্বতন্ত্র বিএনপি ২ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। ইসলামপূর পূর্ব ইউনিয়নে স্বতন্ত্রের ব্যানারে বিএনপি নেতা আলমগীর হোসেন আলম, তেলিখালে আওয়ামী লীগের বিদ্রোহী আবদুল ওয়াদুদ আলফু, ইছাকলসে বিএনপি সমর্থক সাজ্জাদুর রহমান, উত্তর রণিখাইয়ে আওয়ামী লীগের ফয়জুর রহমান ও দক্ষিণ রণিখাইয়ে আওয়ামী লীগের ইকবাল হোসেন এমাদ বিজয়ী হয়েছেন। বালাগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ ৬ , আওয়ামী লীগ বিদ্রোহী ১, স্বতন্ত্র বিএনপি ৩ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। এরমধ্যে বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে বিএনপি নেতা মো. আব্দুল মুনিম, পূর্ব গৌরীপুরে বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিব, পশ্চিম গৌরিপুরে আওয়ামী লীগের বিদ্রোহী আবদুর রহমান মাখন, বোয়ালজুড়ে আওয়ামী লীগের আনহার মিয়া, দেওয়ানবাজারে বিএনপির নাজমুল আলম ও পূর্ব পৈলনপুরে আওয়ামী লীগের শিহাব উদ্দিন বিজয়ী হয়েছেন।
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় এধাপে মোট ১০ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্টিত হয়,এতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থীদের মাত্র ৪ জন বিজয়ী হয়েছেন। বাকি ৭টির মধ্যে বিদ্রোহী ৩, বিএনপি ২ এবং ১টি ইউনিয়নে জামাত সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন। ছাতক সদর ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম, খুরমা উত্তর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান বিল্লাল আহমদ, কালারুকা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান অদুদ আলম, ছৈলা-আফজলাবাদ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গয়াছ আহমদ, জাউয়াবাজার ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল হক, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, ইসলামপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান জামাত নেতা এড. সুফী আলম সুহেল, চরমহল্লা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা আবুল হাসনাত, দোলারবাজার ইউনিয়নে বিএনপি নেতা নূরুল আলম, দক্ষিণ খুরমা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু বকর নির্বাচিত হয়েছেন। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ৯ ইউপির মধ্যে আওয়ামী লীগ ৫টি, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ৩টি ও একটিতে স্বতন্ত্র প্রাথী বিএনপি নেতা নির্বাচিত হয়েছেন। বেসরকারিভাবে নির্বাচিত প্রার্থীরা হলেন- বাংলাবাজারে (আ.লীগের বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী এম আবুল হোসেন,নরসিংপুরে আ.লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ, দোয়ারা সদরে আ.লীগ মনোনীত প্রার্থী আব্দুল হামিদ, মান্নারগাঁওয়ে বিএনপি পন্থি স্বতন্ত্র প্রার্থী ইজ্জত আলী পান্ডারগাঁওয়ে আ.লীগ মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, দোহালিয়ায় (আ.লীগের বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী শামীমুল ইসলাম শামীম, লক্ষ্মীপুরে আ.লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী জহিরুল ইসলাম,বোগলাবাজারে আ.লীগ মনোনীত মিলন খান, এবং সুরমা ইউনিয়নে আ.লীগ মনোনীত প্রার্থী এম এ হালিম বীর প্রতীক।
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় ৫ ইউনিয়নের একটিতে আ.লীগ, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা দুটি এবং একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয় পেয়েছেন। নির্বাচনে জায়ফরনগর ইউনিয়নে বিএনপির সমর্থক হাজী মাছুম রেজা, পশ্চিম জুড়ী ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী আনফর আলী, পূর্ব জুড়ীতে আওয়ামী লীগ বিদ্রোহী রুয়েল আহমদ, গোয়ালবাড়ী ইউনিয়নে বিএনপি সমর্থক আব্দুল কাইয়ুম ও সাগরনাল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত আব্দুন নুর মাস্টার বিজয়ী হয়েছেন।
হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায় ৫টি ইউনিয়নের ৩টিতে চেয়ারম্যান পদে জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। এছাড়া একটিতে স্বতন্ত্র প্রার্থী ও অপর একটি ফলাফল স্থগিত করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জে ৫টি ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের ৩ জন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে একজন বিজয়ী হয়েছেন। এছাড়া ব্যালট পেপার পুড়িয়ে ফেলার কারণে তিন নম্বর জলসুখা ইউনিয়নের ফলাফল স্থগিত করা হয়েছে। ঘোষিত ফলাফল অনুযায়ী আজমিরীগঞ্জ সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আশরাফুল ইসলাম মোবারুল বদলপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুসেনজিৎ চৌধুরী, কাকাইলছেও ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিসবাহ উদ্দিন ভূঁইয়া ও শিবপাশা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. অলিউর রহমান তালুকদার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat