×
ব্রেকিং নিউজ :
দক্ষতার সাথে দ্রুত কাজ করার তাগিদ গণপূর্তমন্ত্রীর গোপালগঞ্জে মুকসুদপুরে অভিযোগ প্রতিকার বিষয়ক সমন্বয় সভা নড়াইলে দুস্থদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ বিলাইছড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন আওয়ামীলীগ নেতৃবৃন্দ পিরোজপুরে ঈদ-উল ফিতরে ৩ লক্ষ দরিদ্র মানুষ পাচ্ছে ৯০৯ মেট্রিক টন চাল প্রথম বাংলাদেশী আম্পায়ার হিসেবে আইসিসি এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হলেন সৈকত রেলমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ভিত্তি স্থাপনে বাংলাদেশি আমেরিকানদের প্রশংসায় ডোনাল্ড লু মুক্তিযুদ্ধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনা তৃণমূলে ছড়িয়ে দেয়ার আহ্বান রাষ্ট্রপতির বিএনপি স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর করতে চায় : ওবায়দুল কাদের
  • প্রকাশিত : ২০২১-১২-২০
  • ৮৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আগামীকাল মঙ্গলবার প্রায় হাজার সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে জেলা পরিষদ সিলেট ও ইনোভেটর বইপড়া উৎসব-এর উদ্বোধন হচ্ছে। বিকেল ৩ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বর্ণাঢ্য এ উৎসব শুরু হবে।
দেড় দশক ধরে চলা ইনোভেটর-এর বইপড়া উৎসবের এবারের আসরে অংশ নিচ্ছে ৯৯১ জন শিক্ষার্থী। এর মধ্যে স্কুল ও মাদরাসা পর্যায়ের ৫৩৫ জন এবং কলেজ, স্নাতক ও সমমান মাদরাসার ৪৫৬ জন শিক্ষার্থী রয়েছেন।
মহানগর ছাড়াও বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে শিক্ষার্থীরা এ বছর বইপড়া উৎসবের জন্য রেজিস্ট্রেশন করেছেন। ঢাকা থেকেও কয়েকজন শিক্ষার্থী এবারের আসরে অংশ নিচ্ছেন।
উদ্বোধন অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, সিলেটের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শিক্ষা, সাহিত্য এবং সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন। উদ্বোধন অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার পর নিবন্ধিত শিক্ষার্থীরা এ বছরের নির্বাচিত গ্রন্থটি গ্রহণ করবে।
এদিকে, উদ্বোধনী অনুষ্ঠানকে বর্ণাঢ্য করে তুলতে ইনোভেটর-এর পক্ষ থেকে চলছে ব্যাপক প্রস্তুতি। ভাগ করে দেওয়া হচ্ছে সদস্যদের দায়িত্ব। অনুষ্ঠিত হচ্ছে নিয়মিত প্রস্তুতি সভা। প্রস্তুত করা হচ্ছে স্বেচ্ছাসেবকদের।
বইপড়া উৎসবের প্রধান উদ্যোক্তা, ইনোভেটর-এর নির্বাহী সঞ্চালক প্রণবকান্তি দেব জানান, এটি নিছক কোনো গ্রন্থপাঠের অনুষ্ঠান নয়, এ আয়োজনের অন্তর্নিহিত গুরুত্ব অনুধাবন করতে হবে। উৎসবের আনন্দে মুক্তিযুদ্ধের ইতিহাসকে জানার উৎসব হচ্ছে এই বইপড়া উৎসব।
অন্যদিকে, বইপড়া উৎসবের প্রধান উদ্যোক্তা, সিটি করপোরেশরের কাউন্সিলর রেজওয়ান আহমদ জানান, সিলেট শহীদ মিনার প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের ইতিহাস অনুসন্ধিৎসু হাজারও শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিতে প্রস্তুতি চূড়ান্ত। তিনি এ উৎসব সফলে সকলের সহযোগিতা কামনা করেন।
উৎসবের দিন শিক্ষার্থীদেরকে সশরীরে উপস্থিত থেকে বই গ্রহণ এর জন্য অনুরোধ জানানো হয়েছে। শিক্ষার্থীদের বেলা দুইটায় অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে রিপোর্ট করতে বলা হয়েছে।
অনুষ্ঠান শুরু হবে জাতীয় সংগীত এর মাধ্যমে। এরপর অনুষ্ঠিত হবে সংক্ষিপ্ত আলোচনাসভা। আলোচনার পর বই তুলে দেয়া হবে শিক্ষার্থীদের সাথে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat