×
ব্রেকিং নিউজ :
তথ্য কমিশন বাংলাদেশ ৬টি অভিযোগের নিষ্পত্তি করেছে কৃষকের দামে তরমুজ বিক্রির কার্যক্রম পরিদর্শন কৃষিমন্ত্রীর অবন্তিকার আত্মহত্যায় প্ররোচনা : জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন নামঞ্জুর উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন : পরিবেশমন্ত্রী কুল চেইন উন্নয়নের জন্য সমন্বিত নীতির বাস্তবায়ন চান শিল্প উদ্যোক্তারা স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্নি চিকিৎসকদের কর্মবিরতি আন্দোলন প্রত্যাহার চীনের সঙ্গে এফটিএ করতে সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদন বিনিময় জলবায়ু সহনশীল মৎস্যচাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেয়া হবে : আব্দুর রহমান পণ্যের দাম বাড়াতেই বিএনপির ভারত বর্জন কর্মসূচি : নাছিম কর্ণফুলী নদীতে ফিশিং বোটে বিস্ফোরণ, দগ্ধ ৪ জনকে চমেকে ভর্তি
  • প্রকাশিত : ২০২১-১২-২৯
  • ১০৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর রামপুরায় বাসচাপায় শিক্ষার্থী মাঈনুদ্দিন নিহতের ঘটনার জেরে বাসে অগ্নিসংযোগ ও ভাংচুরের সঙ্গে জড়িত অন্যতম মূলহোতাসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব।
গ্রেফতারকৃতরা হলেন,  মনির হোসেন (৫৪), মো. হৃদয় হাসান পারভেজ (১৯), মো. আলাউদ্দিন সিফাত (২৫) ও মো. নাঈম হাসান মীর (২৪)।
মঙ্গলবার রাতে  র‌্যাব সদস্যরা রাজধানীর রামপুরা ও কুমিল্লায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। 
আজ বুধবার  রাজধানীর কাওরান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে  র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান ।
এ সময় র‌্যাবের বিভিন্ন স্তরের উধর্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
কমান্ডার খন্দকার আল মঈন বলেন,  রামপুরায় সড়কে শিক্ষার্থী মাঈনুদ্দিন অনাবিল পরিবহনের হেলপারের ধাক্কায় বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়।
তিনি বলেন, গত ২৯ নভেম্বর রাতে রাজধানীর রামপুরায় বাসচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনাকে কেন্দ্র করে বাসে অগ্নিসংযোগ ও ভাংচুর করেছিল একটি কুচক্রী মহল। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) অভিযান চালিয়ে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় জড়িত এই চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
প্রাথমিক ‘জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা র‌্যাবকে জানায়, গ্রেফতার হওয়া মনিরের নির্দেশনা ও পরিকল্পনায় রামপুরায় বাসে আগুন দেয়া হয়। রামপুরার ঘটনাকে কেন্দ্র করে দেশব্যাপী একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা ছিল তাদের। তারা জানতে পারে, গাজীপুরে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে রামপুরায় সম্ভাব্য উত্তেজনা সৃষ্টির আশংকা রয়েছে। ওই ঘটনাকে ব্যবহার করে তারা রামপুরার বিটিভি ভবন এলাকায় সম্ভাব্য নাশকতা ও অগ্নিসংযোগের প্রস্তুতি নিয়েছিল।
র‌্যাব জানায়, মনির নাশকতা সৃষ্টির জন্য আলাউদ্দিন ও নাঈমসহ আরও চার-পাঁচজনকে নির্দেশনা দেয়। পরিকল্পনা অনুযায়ী আলাউদ্দিন ও হৃদয়সহ আরও তিন-চারজনকে বোতলে ভর্তি অকটেন সরবরাহের দায়িত্ব দেওয়া হয়। নাঈম অগ্নিসংযোগকারী দল, সন্ত্রাসী ও হামলাকারী দলগুলোর সঙ্গে সমন্বয় সাধন করে। এ চক্রের বিশ্বস্ত ১৫ থেকে ২০ জনকে অগ্নিসংযোগ করার দায়িত্ব দেওয়া হয়। গ্রেফতারকৃতরা সুপরিকল্পিতভাবে গাজীপুরের ঘটনার পাশাপাশি রামপুরায় সম্ভাব্য ঘটনাকে ব্যবহার করে নাশকতার পরিকল্পনা করে। মূলত এই চক্রটি চলমান শিক্ষার্থীদের জন্য ‘হাফ ভাড়া’ ইস্যু অপব্যবহারের উদ্দেশ্যে নাশকতার জন্য প্রস্তুত ছিল।
র‌্যাবের এ কর্মকর্তা বলেন, গত ২৯ নভেম্বর রাজধানী রামপুরায় বাসচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনাকে কেন্দ্র করে বেশ কয়েকটি বাসে অগ্নিসংযোগ ও ভাংচুরের মাধ্যমে জনমনে আতঙ্ক ও ভয়ভীতি সৃষ্টি করে অরাজকতা তৈরির অপচেষ্টা করা হয়। এসময় চলমান শিক্ষার্থীদের ‘হাফ ভাড়া’ ইস্যুকে উসকে দিতে অপপ্রচার চালানো হয়। ঘটনার পর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) সহিংসতার পেছনের কারণ উদ্ঘাটনে নিবিড়ভাবে গোয়েন্দা কার্যক্রম শুরু করে। মাঠ পর্যায়ে তদন্ত, বিভিন্ন ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির বিশ্লেষণের মাধ্যমে ঘটনার সঙ্গে সম্পৃক্তদের শনাক্ত করতে সক্ষম হন গোয়েন্দারা। পরে র‌্যাব ও এনএসআই যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংঘবদ্ধ নাশকতা দলের অন্যতম হোতা মনিরের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্যসহ নাশকতার সাতটি মামলা রয়েছে। সে একজন চিহ্নিত সন্ত্রাসী ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রকারীদের একজন এজেন্ট। সে রামপুরার বাসে অগ্নিসংযোগ ঘটনার অন্যতম সংগঠক ও পরিকল্পনাকারী। তার নির্দেশনায় গ্রেফতাররা রামপুরায় নাশকতা সৃষ্টিতে নানাবিধ দায়িত্ব পালন ও সরাসরি অংশগ্রহণ করে নাশকতা পরিচালনা, নিয়ন্ত্রণ, সমন্বয় ও অগ্নিসংযোগ ঘটায়।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে র‌্যাবের মুখপাত্র বলেন, গ্রেফতার আলাউদ্দিন তার নিজ গ্যারেজসহ আরও কয়েকটি স্থানে বোতলভর্তি অকটেন মজুত রাখে ও সরবরাহ করে। হৃদয় সরাসরি বাসে অগ্নিসংযোগ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat