×
  • প্রকাশিত : ২০২২-০৫-১৭
  • ৫৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নানা কর্মসূচির মধ্যদিয়ে সারা দেশে আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
নীলফামারী : দিবসটি উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেল সাড়ে চারটার দিকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে বক্তৃতা করেন- সাধারণ সম্পাদক মমতাজুল হক, সহ-সভাপতি অক্ষয় কুমার রায়, হাফিজুর রশীদ মঞ্জু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদা খানম, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান আপেল, সাধারণ সম্পাদ মাসুদ সরকার প্রমুখ।
শেষে সেখানে মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে আওয়ামী লীগসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বগুড়া : স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবকলীগ। আনন্দ শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। এতে হাতি ঘোড়ার গাড়ীসহ বর্ণিল সাজে নেতা কর্মীরা অংশগ্রহণ করেন। বিকেল ৪টায় শহরের সাতমাথা মুজিব মঞ্চে ‘তুমি এসেছিলে বলেই বাংলাদেশ আজ বাঙালির, বাংলা, আজ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা’ শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীনের সভাপতিত্বে এতে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ। ভিডিও কনফারেন্সে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু। বক্তব্য রাখেন- বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ম আব্দুর রাজ্জাক। জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্তর সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক এড. জাকির হোসেন নবাব, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা শাহ্ জালাল মুকুল ভিপি, মনোয়োর হোসেন বিপুল, সদর উপজেলা চেয়াারম্যান আবু সুফিয়ান সফিক প্রমুখ।
পঞ্চগড় : জেলার বোদায় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় হতে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাড. ওয়াহিদুজ্জামান সুজার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক মকলেছার রহমান জিল্লুর, রবিউল আলম সাবুল প্রমুখ। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়
চুয়াডাঙ্গা : দুপুরে চুয়াডাঙ্গা যুবলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে ”বঙ্গবন্ধুর দর্শনে শেখ হাসিনার পথচলা’ শীর্ষক আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা যুবলীগের আহবায়ক নইম হাসান জোয়ার্দ্দার। এসময় যুবলীগ ও ছাত্র লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গাজীপুর : জেলার কালীগঞ্জ, কাপাসিয়া, কালিয়াকৈর, শ্রীপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে। এছাড়াও মহানগরীর বিভিন্ন এলাকায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মহানগরীর টঙ্গীতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ করেছে গাজীপুর মহানগর যুবলীগ। যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের উদ্যোগে টঙ্গীর নিউ মেঘনা টেক্সটাইল মিলের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে ঢাক ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে টঙ্গী সরকারি কলেজর সামনে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। এসময় উপস্থিত ছিলেন-গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সুমন আহম্মেদ শান্ত বাবু, এস এম আলমগীর হোসেন,মহানগর যুবলীগের সদস্য ইকবাল হোসেন মাস্টার, কাইয়ুম সরকার, আমান উদ্দিন সরকার, আতিকুর রহমান খান রাহাত, বিল্লাল হোসেন মোল্লা, গাছা থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী আমিন সরকার, ইসমাইল হোসেন, টঙ্গী পূর্ব থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী লিটন উদ্দিন সরকার,পুবাইল থানা যুবলীগ নেতা হালিম মন্ডল, আমিনুল ইসলাম মোল্লা, সদর মেট্রো থানা যুবলীগ নেতা সোহানুর রহমান সুবহান মহানগর যুবলীগ নেতা এম এম সোহেল রানা প্রমুখ। অপরদিকে মহানগর সেচ্ছাসেবকলীগ স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা, আনন্দ র‌্যালি করা হয়েছে। মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জিব কুমার মল্লিক বাবু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের উদ্যোগে টঙ্গী সরকারি কলেজের প্রধান ফটকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। আনন্দ শোভাযাত্রাটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ শেষে টঙ্গী প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি হাজী নুর মোহাম্মদ মামুন আব্দুর রশিদ ভূইয়া, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য মামুনুর রশিদ মামুন মোল্লা, শফিকুল ইসলাম শফিক, ইঞ্জিনিয়ার সোহেল রানা শরীফ বেপারী, লিটন প্রধান টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছা সেবক লীগ নেতা হুমায়ন কবির বাপ্পী, পশ্চিম থানা স্বেচ্ছাসেবক লীগের নেতা হাজী হাসান উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফরহাদ হোসেন মোল্লা প্রমুখ।
টাঙ্গাইল : সকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ হতে আনন্দ শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির এমপি, জেলা আওয়মী লীগের সাংগঠনিক সম্পাদক সুভাস চন্দ্র সাহা, জামিলুর রহমান মিরন, সম্পাদক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এলেন মল্লিক, ক্রীড়া সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৈয়দ মোহাম্মদ তারেক পুলু, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, সাধারণ সম্পাদক এম এ রৌফ প্রমুখ। এছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিনাজপুর : দিবসের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরীসহ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. আব্দুল লতিফ ও অন্যান্য নেতৃবৃন্দ। দ্বিতীয় প্রহরে সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেলা আওয়ামী লীগ অঙ্গ সংগঠনসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে বিন¤্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। প্রথমেই শ্রদ্ধা জানায় দিনাজপুর শহর আওয়ামী লীগের সভাপতি রায়হান কবির সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু এর নেতৃত্বে সংগঠনের সহ সভাপতি আশিষ কুমার ব্যানাজী বাপি, যুগ্ম সাধারণ সম্পাদক অনুপ কুমার দে, জহির খানসহ অন্যান্য নেতাকর্মীরা। এরপরই সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকারের নেতৃত্বে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, শহর যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন ও সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকীর নেতৃত্বে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। জেলা তাঁতী লীগের নেতাকর্মীসহ আওয়ামী লীগের অন্যান্য সহযোগি সংগঠনগুলো। দিবসটি উপলক্ষে বাদ আসর দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টিস্থ আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে শহর ও সদর উপজেলা আওয়ামী লীগ। পৃথকভাবে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায়, মিলাদ মাহফিল ও দোয়া খায়ের করেন জেলা আওয়ামী লীগ।
পাবনা : সকালে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, যুবমহিলা লীগসহ বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, মিষ্টি বিতরণ, খাবার বিতরণ, বিকেলে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসুচি পালন করে ।
জেলা আওয়াম ীলীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সকালে বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিকেলে আলোচনা সভাসহ নানা কর্মসুচি পালন করে। জেলা যুবলীগের আয়োজনে দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক সমুহ প্রদক্ষিণ করে শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছা সেবকলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, খাবার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি এর উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে প্রথচারীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, আলোচনা সভায় আওয়ামী লীগ , যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবমহিলা লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা সকল উপজেলা দিবসটি পালিত হয়েছে।
ঝিনাইদহ : জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকালে শহরের পায়রা চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। আনন্দ শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে পায়রা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা আসনের সংসদ সদস্য আব্দুল হাই, জেলা আওয়ামী লীগের সাধারণ সাইদুল করিম মিন্টুসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে উন্নত দেশ গড়তে সকলকে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
কুমিল্লা (দক্ষিণ) : কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মো. সারওয়ার হোসেন বাবুর নেতৃত্বে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বিকাল ৪ টায় জেলার তিতাস উপজেলা সদরে এ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। আনন্দ শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা যুবলীগের আহবায়ক মো. সাইফুল আলম মুরাদ, যুগ্ম-আহবায়ক মোকবুল মাহমুদ প্রধান ও নাজমুল হাসান কিরন, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক সদস্য নজরুল ইসলাম কাজল, তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষার, তিতাস উপজেলা তাতীলীগের আহবায়ক রেজাউল ইসলাম মোল্লা, তিতাস উপজেলা যুবলীগের সদস্য ইশতিয়াক আহমেদ আনিছ প্রমুখ।
এছাড়াও গোপালগঞ্জ, সিলেট, জয়পুরহাট, শরীয়তপুর, রাঙামাটি, নোয়াখালীতে অনুরূপ কর্মসূচি পালন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat