×
ব্রেকিং নিউজ :
রেমিট্যান্স প্রেরণকারীদের স্মার্ট কার্ড প্রদানের সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় স্থায়ী কমিটি এভিয়েশন শিল্পের উন্নয়নে সহযোগিতা করতে চায় যুক্তরাজ্য চতুর্থ শিল্প বিপ্লবের সুফল দিতে সরকার নতুন প্রযুক্তি নিয়ে আসছে : শিক্ষা প্রতিমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের প্রাদেশিক কংগ্রেসের ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ নির্মাণাধীন ভবনে লার্ভা পেলে নির্মাণ কাজ বন্ধ করা হবে : মেয়র তাপস বাংলাদেশে বিনিয়োগ করতে মরিশাসের প্রতি আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কক্সবাজারে ভোটার তালিকায় থাকা রোহিঙ্গাদের তালিকা চেয়ে হাইকোর্ট আদেশ মন্ত্রী-এমপি’র স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের
  • প্রকাশিত : ২০২২-০৫-১৯
  • ৬২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানি ঢাকার বাইরে প্রথমবার সিলেটে লিভার সিরোসিস রোগির অটোলোগাস হেমোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্ল্যান্টেশন বা স্টেম সেল থেরাপি সফলভাবে সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান ও ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের নেতৃত্বে ঢাকা থেকে আগত একদল লিভার বিশেষজ্ঞ সিলেটের একটি বেসরকারি হাসপাতালে প্রক্রিয়াটি সম্পন্ন করেন।
পরে নগরের লামাবাজারে একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলন করেন ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। তিনি জানান, স্টেম সেল থেরাপি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অন্যতম অনুষঙ্গ। চিকিৎসাব্যবস্থা যেভাবে আধুনিকায়ন হচ্ছে তাতে ধরে নেয়া যায় সামনে আমরা পার্সোনালাইজড মেডিসিনের যুগে প্রবেশ করছি। এক রোগীর এক রোগের জন্য এক মেডিসিন ব্যবহারের দিন বোধহয় আর খুব বেশি দূরে নয়।
ডা. স্বপ্নীল আরও বলেন, ‘এক্ষেত্রে স্টেম সেল থেরাপির ভূমিকাই মুখ্য হতে যাচ্ছে। লিভার রোগের ক্ষেত্রে এ কথাগুলো আরো বেশি প্রযোজ্য। কারণ, লিভারের একটি অন্যতম বড়গুণ হচ্ছে এর রিজেনারেশনের সক্ষমতা। বিষয়টিকে কাজে লাগিয়ে লিভার রোগের চিকিৎসায় স্টেম সেলের প্রচলন। পৃথিবীর নানা দেশে নানাভাবে স্টেম সেল ব্যবহার করা হচ্ছে।’
২০১৭ সালে ডা. মামুন আল মাহতাবের নেতৃত্বে একদল বাংলাদেশি চৌকস লিভার বিশেষজ্ঞ বাংলাদেশে প্রথমবার লিভার সিরোসিসের চিকিৎসায় স্টেম সেল থেরাপি ব্যবহার করেন। এখন পর্যন্ত শতাধিক লিভার সিরোসিস আক্রান্ত রোগীকে স্টেম সেলের মাধ্যমে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। করোনার সময়েও এই সেবাটি অব্যাহত ছিল।
ডা. স্বপ্নীল বলেন, ‘বাংলাদেশের অভিজ্ঞতায় স্টেম সেল থেরাপি করলে লিভার সিরোসিসের রোগীদের অধিকাংশ ক্ষেত্রেই লিভার ফাংশনের উন্নতি হয় এবং তারা দীর্ঘদিন ভালো থাকেন। অনেকের লিভার ট্রান্সপ্লান্টেশনও আর দরকার পড়ে না। স্টেম সেল থেরাপি করলে লিভার পুরোপুরি সুস্থ হওয়ার নিশ্চয়তা দেয়া না গেলেও বেশির ভাগ লিভার সিরোসিস রোগীর উন্নতি হয়।’
তিনি বলেন, ‘যারা লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে পারছেন না তাদের জন্য স্টেম সেল থেরাপি এটি নিসন্দেহে একটি আশা জাগানিয়া চিকিৎসা পদ্ধতি।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ স্বপ্নীলের সাথে থাকা চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat