×
ব্রেকিং নিউজ :
রেমিট্যান্স প্রেরণকারীদের স্মার্ট কার্ড প্রদানের সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় স্থায়ী কমিটি এভিয়েশন শিল্পের উন্নয়নে সহযোগিতা করতে চায় যুক্তরাজ্য চতুর্থ শিল্প বিপ্লবের সুফল দিতে সরকার নতুন প্রযুক্তি নিয়ে আসছে : শিক্ষা প্রতিমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের প্রাদেশিক কংগ্রেসের ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ নির্মাণাধীন ভবনে লার্ভা পেলে নির্মাণ কাজ বন্ধ করা হবে : মেয়র তাপস বাংলাদেশে বিনিয়োগ করতে মরিশাসের প্রতি আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কক্সবাজারে ভোটার তালিকায় থাকা রোহিঙ্গাদের তালিকা চেয়ে হাইকোর্ট আদেশ মন্ত্রী-এমপি’র স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের
  • প্রকাশিত : ২০২২-০৬-০৫
  • ৯৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কাইল মায়ার্স ও শামারাহ ব্রুকসের জোড়া সেঞ্চুরিতে নেদারল্যান্ডসকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করলো ওয়েস্ট ইন্ডিজ।
গতরাতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ২০ রানে হারায় স্বাগতিক নেদারল্যান্ডসকে। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতলো ওয়েস্ট ইন্ডিজ। 
আমস্টেলভিনে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার শাই হোপ ২৪ রানে থামলেও, আরেক ওপেনার মায়ার্স ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন। ১০৬ বল খেলে ৮টি চার ও ৭টি ছক্কায় ১২০ রান করেন মায়ার্স।
দ্বিতীয় উইকেটে মায়ার্সের সাথে ১৮৪ রান যোগ করা ব্রুকসও ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান। ৩টি চার ও ৪টি ছক্কায় ১১৫ বলে অপরাজিত ১০১ রান করেন ব্রুকস। দুই ব্যাটারের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৫ উইকেটে ৩০৮ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। 
৩০৯ রানের জবাবে শুরুটা দারুন ছিলো নেদারল্যান্ডসের। ২ উইকেটে ২০০ রান অতিক্রম করে ফেলে তারা। দুই ওপেনার বিক্রমজিৎ সিং ও ম্যাক্স ও’দাউদ জোড়া হাফ-সেঞ্চুরি তুলে থামেন। বিক্রমজিৎ ৫৪ এবং ও’দাবুদ ৮৯ রান করেন। তিন নম্বরে নামা মুসা আহমেদ ৪২ রান করেন। তবে পরের দিকে আরও কোন ব্যাটারই বড় ইনিংস খেলতে না পারলে, ২৮৮ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। ওয়েস্ট ইন্ডিজের শারমন লুইস  ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হন ওয়েস্ট ইন্ডিজের মায়ার্স ও সিরিজ সেরা হন আকিল হোসেন। 
সিরিজটি বিশ^কাপ সুপার লিগের অংশ। ১৮ ম্যাচে ৮ জয় ও ১০ হারে ৮০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে উঠলো ওয়েস্ট ইন্ডিজ। ১৩ ম্যাচে ২ জয়, ১০ হার ও ১টি পরিত্যক্ত ম্যাচের কারনে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১৩তম ও শেষ দল নেদারল্যান্ডস। 
সুপার লিগ টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। ১৮ ম্যাচে ১২ জয় ও ৬ হারে ১২০ পয়েন্ট টাইগারদের। দ্বিতীয়স্থানে থাকা বিশ^ চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সংগ্রহ ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat