×
ব্রেকিং নিউজ :
দক্ষতার সাথে দ্রুত কাজ করার তাগিদ গণপূর্তমন্ত্রীর গোপালগঞ্জে মুকসুদপুরে অভিযোগ প্রতিকার বিষয়ক সমন্বয় সভা নড়াইলে দুস্থদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ বিলাইছড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন আওয়ামীলীগ নেতৃবৃন্দ পিরোজপুরে ঈদ-উল ফিতরে ৩ লক্ষ দরিদ্র মানুষ পাচ্ছে ৯০৯ মেট্রিক টন চাল প্রথম বাংলাদেশী আম্পায়ার হিসেবে আইসিসি এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হলেন সৈকত রেলমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ভিত্তি স্থাপনে বাংলাদেশি আমেরিকানদের প্রশংসায় ডোনাল্ড লু মুক্তিযুদ্ধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনা তৃণমূলে ছড়িয়ে দেয়ার আহ্বান রাষ্ট্রপতির বিএনপি স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর করতে চায় : ওবায়দুল কাদের
  • প্রকাশিত : ২০২২-০৬-১২
  • ৪১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

এক বছরও হয়নি  টেস্ট ক্রিকেট থেকে অবসর  নিয়েছেন ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলী।  তবে  এখন অবসর ভেঙ্গে  লংগার ভার্সনে  ফিরতে প্রস্তুত তিনি।  ম্যানেজমেন্ট  চাইলে এ বছরের শেষ দিকে  নির্ধারিত পাকিস্তান  সফরেই  দলে ফিরতে   রাজি আছেন অলরাউন্ডার  মঈন।
পাঁচ দিনের ক্রিকেটে মনোযোগ ধরে রাখা কঠিন হওয়ায়, গেল বছরের সেপ্টেম্বরে টেস্ট ক্যারিয়ারের ইতি টানেন ৬৪ ম্যাচ খেলা মঈন।
তবে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে দলের  নতুন কোচ ব্রেন্ডন ম্যাককালামের কাজে মুগ্ধ হয়েছেন মঈন। তাই দলে ফিরতে মরিয়া তিনি। আসন্ন শীতে  পাকিস্তানের সফরের জন্য প্রস্তুত হবেন বলে শনিবার বিবিসির স্পেশাল ধারাভাষ্যকালীন সময় জানান মঈন।
মঈন বলেন, ‘যখন বা যদি বেন্ডন ম্যাককালাম আমাকে দলে চান, নিশ্চয়ই আমি পাকিস্তান সফরে খেলবো।’
অতীতে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে পাকিস্তান সফর করেছেন মঈন। তবে জাতীয় দলের সফরের সাথে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কোন মিল নেই বলে মনে করেন তিনি। সেই সাথে পাকিস্তানের প্রতি আলাদা টানও আছে মঈনে। কারন ইংল্যান্ডের বার্মিংহামে মঈনের জন্ম হলেও, শিকড় কিন্তু পাকিস্তানেই।
মঈন বলেন, ‘আমি কয়েক বছর আগে পাকিস্তান সুপার লিগে খেলেছি। কিন্তু এটা আর সেটা এক নয়। সেখানে আমার পরিবারের শিকড় গাঁথা আছে। ইংল্যান্ড দলের হয়ে সেখানে খেলতে যাওয়াটা দারুণ ব্যাপার হবে।’
২০০৫ সালে সর্বশেষ পাকিস্তান সফর করেছিলো ইংল্যান্ড। ১৭ বছর হয়ে গেল পাকিস্তান সফরে যায় না ইংলিশরা। তাই আগামী সফরটি ঐতিহাসিক হবে বলে জানান মঈন। তিনি বলেন, ‘এটা ঐতিহাসিক এক বিষয় হবে, কারণ, অনেক বছর ধরে ইংল্যান্ড সেখানে সফরে যাচ্ছে না।’
লর্ডসে সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারায় ইংল্যান্ড। ফলে জয় দিয়ে নতুন অধিনায়ক হিসেবে বেন স্টোকস ও নতুন কোচ হিসেবে ম্যাককালামের পথচলা শুরু হয়।
স্টোকস-ম্যাককালামের নতুন যুগের অংশ হতে  জন্য আগ্রহী মঈন। সম্প্রতি মঈনকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছেন ম্যাককালামও। মঈন বলেন, ‘তাকে না বলাটা খুবই কঠিন। সে আমাকে কিছুটা ভয় দেখায়। আমরা একটি আলোচনা করবো এবং দেখবো কিভাবে তা বেরিয়ে আসে। যখন আমি বলেছিলাম, আমি অবসর নিয়েছি তখন মনে হয়েছিল আমার কাজ শেষ হয়ে গেছে। আমি ক্রিকেট নিয়ে সত্যিই ক্লান্ত হয়ে গিয়েছিলাম।’
ইংল্যান্ডের হয়ে ৬৪ টেস্টে ২৯১৪ রান ও ১৯৫ উইকেট নেন ৩৪ বছর বয়সী মঈন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat