×
ব্রেকিং নিউজ :
নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির বিকল্প ব্যবস্থা হচ্ছে : বাণিজ্য প্রতিমন্ত্রী ড. ওয়াজেদ মিয়ার সমাধিতে রংপুরের বিভাগীয় কমিশনারের শ্রদ্ধা গোপালগঞ্জে গ্রাম পুলিশের 'বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স ' শুরু মারমাদের জল উৎসবের মধ্য দিয়ে সমাপ্ত হলো পাহাড়ের বৈসাবী উৎসব বরগুনায় সাংসদকে সংবর্ধনা ও মেয়র কাউন্সিলরদের অভিষেক বিদেশে কর্মী প্রেরণে রিক্রুটিং এজেন্সিকে মানবিক হওয়ার আহ্বান জানালেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী আলবার্টা পার্লামেন্টে বাংলা নববর্ষ উদযাপিত বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির কৃতি শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ : স্পিকার বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত রাউন্ডের খেলা ২০ এপ্রিল
  • প্রকাশিত : ২০২২-০৬-২০
  • ৮৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জননী সাহসিকা কবি সুফিয়া কামাল বাংলাদেশের নারী আন্দোলন-সংগ্রামের মশালবাহক ছিলেন।’
কবি সুফিয়া কামালের ১১১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে মহিলা পরিষদের উদ্যোগে আয়োজিত এক স্মারক বক্তৃতায় বক্তারা একথা বলেন।
বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি সুফিয়া কামালের জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে এই সুফিয়া কামাল স্মারক বক্তৃতা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কাবেরী গায়েন অনুষ্ঠানে “সুফিয়া কামাল ও নারীবাদি আন্দোলন” শীর্ষক স্মারক বক্তৃতা করেন।
অধ্যাপক কাবেরী গায়েন বলেন, নারীর মুক্তিকে মানবমুক্তি হিসেবে দেখার যে মন্ত্র বেগম রোকেয়া ছড়িয়েছিলেন, সেই মন্ত্রে এবং কাজে দীক্ষিত ছিলেন বেগম সুফিয়া কামাল। তাঁকে কেন্দ্র করেই রোকেয়া পরবর্তী বাংলাদেশের নারী আন্দোলন অগ্রসর হতে থাকে। তাঁর সাহিত্যিক অভিযাত্রায় বেগম রোকেয়ার নারীবাদী প্রভাব ছিলো। পাশাপাশি নারী সাহিত্যিক হিসেবে তার লেখায় নারীর প্রতি সুষ্পষ্ট দায়বদ্ধতার দৃশ্যমানতা ছিল। বেগম রোকেয়ার সাথে কাজ করে আসার অভিজ্ঞতাসহ নারীর জন্য আন্দোলন করার অভিজ্ঞতা এবং সাম্প্রদায়িক বাধাকে মোকাবেলা করে নারী সমাজের মুক্তির জন্য সুফিয়া কামালের সক্রিয় ভূমিকা পালন তাকে এদেশের নারী আন্দোলনের অবিসংবাদিত আইকনে পরিণত করে।
তিনি আরো বলেন, ১৯৭০ সালে মহিলা পরিষদ গঠিত হবার পরে এদেশের নারীদের আন্দোলন-সংগ্রামের “মশালবাহক” হয়ে ওঠেন সুফিয়া কামাল।
মহিলা পরিষদ সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, কবি সুফিয়া কামালের জন্মবার্ষিকী পালনের সাথে নারী আন্দোলন ও সামাজিক আন্দোলনের একটা আত্মিক সম্পর্ক রয়েছে। মহিলা পরিষদের দীর্ঘ পদযাত্রায় কবি সুফিয়া কামালের প্রজ্ঞা, আদর্শ , নারীবাদী মতবাদ ও অনুপ্রেরণা একাত্ম হয়ে আছে, যা আজকের স্মারক বক্তৃতায় অত্যন্ত সুস্পষ্টভাবে উপস্থাপিত হয়েছে। এই অনুপ্রেরণা আগামী দিনের নারী আন্দোলনকে আরো গতিশীল করবে।
মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, শত বছর আগে কবি সুফিয়া কামাল রক্ষণশীল পরিবারে জন্মগ্রহণ করেও স্বশিক্ষায় শিক্ষিত হয়ে আত্মমর্যাদাসম্পন্ন, স্বাধীনচেতা এবং অসাম্প্রদায়িক মানুষ হিসেবে গড়ে ওঠেন। পরবর্তীতে বেগম রোকেয়ার নারীবাদী দর্শনের সাথে তার সংশ্রব ঘটে এবং তার নানা ধরণের আন্দোলনের মধ্য দিয়ে নারী মুক্তির আন্দোলন অগ্রসর হতে থাকে। তিনি নারী মুক্তির আন্দোলন, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক আন্দোলন এবং গণতান্ত্রিক আন্দোলনসহ বিভিন্ন সৃষ্টিশীল উদ্যোগের সাথে যুক্ত ছিলেন।
কবির জন্মদিন উপলক্ষ্যে বিশিষ্ট রবীন্দ্র সংগীতশিল্পী ইফ্ফাত আরা দেওয়ানকে এবছর কবি সুফিয়া কামাল সম্মাননা প্রদান করা হয়।
ইফ্ফাত আরা দেওয়ান কবির স্মৃতিচারণ করে বলেন, শৈশব থেকেই কবি সুফিয়া কামালের সাথে সময় কেটেছে। আমার সংগীত কর্মসহ সকল কর্মকান্ডের প্রেরণাদাত্রী ছিলেন তিনি।
মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কবি সুফিয়া কামালের পারিবারিক সদস্য সাঈদা কামাল এবং সংগঠনের অর্থ সম্পাদক দিল আফরোজ বেগম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat