×
ব্রেকিং নিউজ :
গাজাসহ অন্যান্য বৈশ্বিক ইস্যুর কারণে রোহিঙ্গা ইস্যু যেন বিলীন হয়ে না যায়: দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ২০৫০ সালের মধ্যে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার : পরিবেশমন্ত্রী পদে থেকেই ইউপি চেয়ারম্যানরা উপজেলা নির্বাচন করতে পারবেন : হাইকোর্ট ঢাকা ছাড়লেন কাতারের আমির কৃষি জমির মাটি কাটার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তে হাইকোর্ট নির্দেশ পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে একটি সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে : নানক গরমে হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত এডিপি বাস্তবায়ন অগ্রগতি ৫০ ভাগ ভোলায় তীব্র তাপদাহে অস্থির জনজীবন নড়াইলে মাদক মামলায় দুই ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড
  • প্রকাশিত : ২০২২-০৬-২৫
  • ৭২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাঙালির স্বপ্ন পূরণের দিন আজ, আনন্দ-উচ্ছ্বাসের দিন। পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উদ্যোগে আজ রাজধানীতে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 
আজ শনিবার সকালে ডিএমপির সুসজ্জিত ব্যান্ড দলের সুমধুর ছন্দে এই আনন্দ র‌্যালি রাজধানীর ক্যাপ্টেন মনসুর আলী সরণীর ডিএমপি হেডকোয়ার্টার্স থেকে শুরু হয়ে রাজারবাগ পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়।
এ র‌্যালী শেষে রাজারবাগ অডিটরিয়ামে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, কমিউনিটি পুলিশের সদস্য , সাংবাদিক ও পুলিশ সদস্যদের উদ্দেশে শুভেচ্ছা বক্তৃতায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন) মীর রেজাউল আলম বলেন, আজকের দিনটি ১৮ কোটি বাঙালির জীবনে স্মরণকালের আনন্দের দিন। প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি সম্পন্ন বলিষ্ঠ নেতৃত্বে আজ স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন হয়েছে। পদ্মা সেতুর মাধ্যমে প্রধানমন্ত্রীর সঠিক নেতৃত্ব আরও উচ্চ মাত্রায় বিশ্ব দরবারে পরিচিতি পেয়েছে। পুরো জাতির আনন্দের সাথে ডিএমপি পুলিশ সদস্যরাও আজ এ আয়োজনের মাধ্যমে অংশীদার হয়েছে। এ অর্জনের কারণে বাংলাদেশ বহুদূর এগিয়ে যাবে।
পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান ভার্চুয়ালি উপভোগ করার পর ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) কৃষ্ণ পদ রায় বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে রাজারবাগের এ পবিত্র ভূমি থেকে সশস্ত্র যুদ্ধের প্রথম প্রতিরোধ বুলেট ছুঁড়েছিলো পুলিশ। একই স্থান থেকে পুলিশ আজ আরেক ঐতিহাসিক গৌরবোজ্জ্বল স্বপ্ন জয়ের অনুষ্ঠান উপভোগ করেছে। 
তিনি বলেন, প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে পদ্মা সেতু বাস্তবায়ন হওয়ায় তাঁর নাম প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে।
সুসজ্জিত ডিএমপির অশ্বারোহী দল ও মোটরকেডের সমন্বয়ে ডিএমপির ৫০টি থানার কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দ বর্ণাঢ্য এ আনন্দ র‌্যালিতে অংশগ্রহণ করেন।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, যুগ্ম পুলিশ কমিশনাবৃন্দ, উপ-পুলিশ কমিশনারগণসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারাও র‌্যালীতে অংশ গ্রহণ করেন। পরে আকাশে রং-বেরংয়ের বেলুন উড়ানো হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat