×
  • প্রকাশিত : ২০২২-১১-১৬
  • ৪১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সিএনএন’কে বলেছেন, পোল্যান্ডের পূর্বাঞ্চলে মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র আঘাত হানার ব্যাপারে তার কাছে কোন তথ্য নেই। খবর তাসের।
পেসকভের উদ্ধৃতি দিয়ে সিএনএন পরিবেশিত খবরে বলা হয়, ‘দুর্ভাগ্যবশত ওই ঘটনার ব্যাপারে আমি কোন তথ্য জানি না বা আমার কাছে কোন তথ্য নেই।’
অনানুষ্ঠানিক সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার পোল্যান্ডের রেডিও জেট জানায়, দুটি ক্ষেপণাস্ত্র ইউক্রেন সীমান্তবর্তী পোল্যান্ডের পূর্বাঞ্চলীয় লুবলিন ভইভোদাশিপের প্রজিউওদো গ্রামের শস্য ক্ষেতে আঘাত হানে। খবরে বলা হয়, এ ঘটনায় দুইজন নিহত হয়েছে। তবে এ দুই ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ সামরিক বাহিনী ইউক্রেন-পোলিশ সীমান্ত এলাকা লক্ষ্য করে কোন অভিযান চালায়নি।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রজিউওদো গ্রামের ঘটনাস্থল থেকে পোল্যান্ডের গণমাধ্যমের প্রকাশ করা ধ্বংসাবশেষের সাথে রাশিয়ার ক্ষেপণাস্ত্রের কোন সম্পর্ক নেই।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat